Water Crisis: বেঙ্গালুরুর পর জয়পুর, তীব্র গরমে মাটির নীচের স্তর নামছে, বাড়ছে জলের চাহিদা
জয়পুরে মাটির নীচের জলস্তর নেমে গিয়েছে। ফলে পর্যাপ্ত জল না পাওয়ায়, শহরের মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে। ফলে সরকার যাতে পর্যাপ্ত জলের ট্যাঙ্কারের ব্যবস্থা করে, সেই দাবি জানানো হচ্ছে সাধারণ মানুষের তরফে।
জয়পুর, ২ মে: বেঙ্গালুরুর (Bengaluru) পর এবার জয়পুর (Jaipur)। তাপপ্রবাহের (Heatwave) জেরে মানুষ যখন নাজেহাল, সেই সময় রাজস্থানের গোলাপী শহর জয়পুরে জলসঙ্কট দেখা দিয়েছে। রাজস্থান যখন ৩৯ ডিগ্রিতে তপ্ত, সেই সময় জয়পুর শহরে হু হু করে বাড়ছে জলের চাহিদা। জয়পুরে মাটির নীচের জলস্তর নেমে গিয়েছে। ফলে পর্যাপ্ত জল না পাওয়ায়, শহরের মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে। ফলে সরকার যাতে পর্যাপ্ত জলের ট্যাঙ্কারের ব্যবস্থা করে, সেই দাবি জানানো হচ্ছে সাধারণ মানুষের তরফে।
আগামী সপ্তাহ থেকে জয়পুরের তাপমাত্রা ৪২ ডিগ্রি পার করতে পারে। এমনই জানিয়েছে আবহাওয়া দফতর। ফলে ওই সময় রাজস্থানের এই শহরে জলের চাহিদা আরও বৃদ্ধি পাবে। ফলে আগামী সপ্তাহে যাতে জয়পুরের মানুষকে জলসঙ্কটে ভুগতে না হয়, তার জন্য উপযুক্ত ব্যবস্থা করতে চাইছে রাজস্থান সরকার।