Watch: এবারে জেলের ভিতর হাউসকিপিং! বিতর্ক উস্কে আপ নেতা সত্যেন্দ্র জৈনের নতুন ভিডিও সামনে (দেখুন ভিডিও)

এর আগে জেলের ভিতর মন্ত্রীকে ম্যাসাজ করতে এবং জেলের বাইরের খাবার খেতে দেখা যায়। । এই ঘটনায় ইতিমধ্যেই তিহার জেলের সুপার অজিত কুমারকে সাসপেন্ড করা হয়েছে।

Watch: এবারে জেলের ভিতর হাউসকিপিং! বিতর্ক উস্কে  আপ নেতা সত্যেন্দ্র জৈনের নতুন ভিডিও সামনে (দেখুন ভিডিও)
Satyendar Jain Jail CCTV Footage Photo Credit_Twitter@ANI

দিল্লি:  বিতর্ক যেন বেড়েই চলেছে কারাগারে বন্দী দিল্লির মন্ত্রী এবং আপ নেতা সত্যেন্দ্র জৈন কে নিয়ে। এবার সত্যেন্দ্র জৈনের আরেকটি ভিডিও প্রকাশিত হয়েছে যেখানে কয়েকজন পুরুষকে তিহার জেলে মন্ত্রীর সেল পরিষ্কার করতে দেখা যায়। এর আগে জেলের ভিতর মন্ত্রীকে ম্যাসাজ করতে এবং জেলের বাইরের  খাবার খেতে দেখা যায়। । এই ঘটনায় ইতিমধ্যেই তিহার জেলের সুপার অজিত কুমারকে সাসপেন্ড করা হয়েছে।  সম্প্রতি  সত্যেন্দ্র জৈনের যে চতুর্থ ভিডিও প্রকাশিত হয়েছে তাতে  দিল্লির তিহার জেলের  সুপারিনটেনডেন্ট অজিত কুমারকে  কারাবন্দী আপ মন্ত্রীর সাথে কথা বলতে দেখা যায়।

দেখুন সেই বিতর্কিত ভিডিও-