Amrit Pal Singh Spotted: পাগড়ি ছাড়া মাস্ক মুখে দিল্লির রাস্তায় আরামসে ঘুরছেন অমৃতপাল সিং, দেখুন ভিডিয়ো

এদিকে পঞ্জাব পুলিশ তাঁকে যাবতীয় শক্তি উজাড় করে খুঁজছে। আর ওদিকে, উনি দিল্লির রাস্তায় সাধারণ মানুষের সঙ্গে মিশে কী আরামসে হেঁটে চলেছেন।

Amrit pal Singh Spotted in CCTV. (Photo Credits: Twitter)

নতুন দিল্লি, ২৮ মার্চ: এদিকে পঞ্জাব পুলিশ তাঁকে যাবতীয় শক্তি উজাড় করে খুঁজছে। আর ওদিকে, উনি দিল্লির রাস্তায় সাধারণ মানুষের সঙ্গে মিশে কী আরামসে হেঁটে চলেছেন। রাজ্যের সেরা পুলিশ অফিসাররা দিন রাত এক করে খুঁজছেন 'ওয়ারিস পঞ্জাব দ্য'সংগঠনের প্রধান অমৃতপাল সিং (Amrit Pal Singh)কে। অমৃতপালকে খুঁজতে রাজ্যের ইন্টারনেট পরিষেবা পর্যন্ত বন্ধ রাখা হয়েছিল।

সেই অমৃতাপালকে দিল্লির রাস্তায় পাগড়ি ছাড়া, মুখে মাস্ক পরে হাঁটতে দেখা গেল। যা ধরা পড়ল সিসি ক্য়ামেরায়। গত ২১ মার্চ, মঙ্গলবার সিসি ক্যামেরায় বন্দি হয় অমৃতপালের এই ভিডিয়ো। আরও পড়ুন-'শাহরুখকে পাঠানো হোক পাকিস্তানে', ভিডিয়ো ঘিরে তোলপাড়

দেখুন ভিডিয়ো

পঞ্জাব পুলিশ আগেই আশঙ্কা প্রকাশ করেছিল, ভোল বদলে সাধারণ মানুষের মধ্য়ে মিশে রাজ্য ছাড়তে পারেন অমৃতপাল। অন্তত বার তিনেক অমৃতপালকে হাতের মুঠোয় পেয়েও ধরতে পারেনি পুলিশ।