Amit Shah: বিজেপিকে ভোট দিলে রাজ্যের সবাইকে বিনা খরচে রামমন্দির দেখাবে সরকার, তেলাঙ্গানায় ভোটপ্রচারে প্রতিশ্রুতি অমিত শাহ-র

নির্বাচনী প্রতিশ্রুতিতে আর শুধু বিনামূল্যে বিদ্যুত, কম খরচে গ্যাস বা মাসিক ভাতার কথা বলাই নয়, এবার একেবারে বিনা খরচে অযোধ্যায় রামমন্দির দর্শনের গ্য়ারান্টি।

Photo Credits: ANI

হায়দরাবাদ, ১৮ নভেম্বর: নির্বাচনী প্রতিশ্রুতিতে আর শুধু বিনামূল্যে বিদ্যুত, কম খরচে গ্যাস বা মাসিক ভাতার কথা বলাই নয়, এবার একেবারে বিনা খরচে অযোধ্যায় রামমন্দির দর্শনের গ্য়ারান্টি। তেলাঙ্গানায় বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে বিনামূল্যে অযোধ্যায় রামমন্দির দর্শনের প্রতিশ্রুতি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তেলেঙ্গানায় বিজেপিকে জেতাতে একেবারে মরিয়া হয়ে অবাক করা প্রতিশ্রুতি শাহ-র।

শনিবার তেলাঙ্গানায় ভোট প্রচারের জনসভায় অমিত শাহ ঘোষণা করলেন, "পদ্ম চিহ্নে ভোট দিয়ে তার দলকে রাজ্যে প্রথমবার ক্ষমতায় আনলে তেলাঙ্গানায় বিজেপি সরকার রাজ্যবাসীর সবার জন্য বিনা খরচে অযোধ্যায় রামমন্দির দেখার সব ব্যবস্থা করবে।"চলতি বছর জানুয়ারির শেষে উদ্বোধন হতে চলেছে অযোধ্যায় রমা মহামন্দিরের নির্মাণ। আরও পড়ুন-'মহিলাদের সবথেকে বেশি শোষণ হয়েছে রাজস্থানে', ভিডিয়োতে শুনুন আরও কী বললেন হিমন্ত বিশ্ব শর্মা

দেখুন এক্স

প্রসঙ্গত, আগামী ৩০ নভেম্বর তেলাঙ্গানায় বিধানসভা নির্বাচন হবে। এক দফায় ১১৯টি আসনেই দক্ষিণ ভারতের এই রাজ্যে নির্বাচন হবে। তেলাঙ্গানায় সরকার গড়ার মত জায়গায় নেই বিজেপি। অন্তত সমীক্ষা ও ভোটে বিশেষজ্ঞরা তেমনই বলছেন। সমীক্ষায় দেখা যাচ্ছে বিজেপি তেলেঙ্গানায় বড়জোড় ১০-১৫টি আসন জিততে পারে। অমিত শাহ আগেই জানিয়েছেন, তেলাঙ্গানায় বিজেপি ক্ষমতায় এলে তার দলের মুখ্যমন্ত্রী হবেন কোনও দলিত অনগ্রসর শ্রেণী বা ওবিসি নেতা।

অযোধ্যায় রামমন্দির নির্মানকে যে বিজেপি ভোট প্রচারে বড় অস্ত্র করবে তা সবারই জানা। কিন্তু এভাবে বিনা খরচে রামমন্দির দেখানোর কথা বলে ভোট চেয়ে অমিত শাহ যে বিরোধীদের অস্ত্র তুলে দিলেন তা সব নির্বাচনী বিশেষজ্ঞরা বলছেন। শাহ-র এই প্রতিশ্রুতি নিয়ে কংগ্রেস থেকে তৃণমূল, শরদ পাওয়ার এনসিপি, সমাজবাদী পার্টির নেতারা একযোগে আক্রমণ করছেন।

বিজেপি সমর্থকরা অবশ্য শাহ-র এই প্রতিশ্রুতিতে দোষের কিছু দেখছেন না। তাদের বক্তব্য, রামমন্দির তৈরির পিছনে বিজেপির কর্মী-সমর্থকদের বহু বছরের আন্দোলন আছে, মোদী-শাহ-র ভূমিকাও অনেক বড়। তাই রামমন্দির সব বিজেপির ভোটারদের বিনা খরচে দেখানোর কথা বলা মোটেও ভুল নয়।