Visakhapatnam: বিশাখাপটনমে হিন্দুস্থান শিপইয়ার্ডে ক্রেন ভেঙে পড়ে মৃত্যু ১১ জনের

বিশাখাপটনমে হিন্দুস্থান শিপইয়ার্ডে ক্রেন চাপা পড়ে মৃত্যু হল অন্তত ১০ জনের। বেশ কয়েকজন আহত হয়েছেন। এখনও কয়েকজন ক্রেনের তলায় চাপা পড়ে আছেন। আহতদের হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

হিন্দুস্থান শিপইয়ার্ডে ক্রেন চাপা পড়ে মৃত্যু ১০ জনের (Photo: ANI)

বিশাখাপটনম, ১ অগাস্ট: বিশাখাপটনমে হিন্দুস্থান শিপইয়ার্ডে (Hindustan Shipyard Limited) ক্রেন ভেঙে (crane crash)  পড়ে মৃত্যু হল অন্তত ১১ জনের। বেশ কয়েকজন আহত হয়েছেন। এখনও কয়েকজন ক্রেনের তলায় চাপা পড়ে আছেন। আহতদের হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। মুখ্যমন্ত্রী ওয়াইএস জগমনমোহন রেড্ডি ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য বিশাখাপটনম জেলা কালেক্টর এবং পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছেন

এক ইউনিয়ন লিডার জানিয়েছেন, ক্রেনে বেশি মাল তোলা হয়ে গেছিল, তাই সেটি ভেঙে পড়ে। উপস্থিতির রেজিস্টার দেখে দুর্ঘটনার সময় ঠিক কতজন কর্মী ঘটনাস্থলে ছিলেন জানার চেষ্টা চলছে। মন্ত্রী অবন্তী শ্রীনিবাস জানিয়েছেন, আহতদের সম্ভাব্য শ্রেষ্ঠ চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। কর্মীদের পরিজনরা ঘটনাস্থলে এসেছেন, তাঁদের অভিযোগ, তাঁদের দুর্ঘটনার এলাকায় যেতে দেওয়া হচ্ছে না। তাঁদের প্রিয়জন বেঁচে আছেন কিনা, তাও জানাচ্ছেন না আধিকারিকরা। আরও পড়ুন: Coronavirus Update in India: দেশে একদিনে করোনায় আক্রান্ত ৫৭,০০০, মৃত ৭৬৪

#WATCH A crane collapses at Hindustan Shipyard Limited in Visakhapatnam, Andhra Pradesh. 10 dead and 1 injured in the incident, says DCP Suresh Babu. pic.twitter.com/BOuz1PdJu3

কুমার নামে জনৈক ট্রেড ইউনিয়ন নেতা জানিয়েছেন, ওই ক্রেন অনুপম নামে এক সংস্থার, তারা সেটি শিপইয়ার্ড কর্তৃপক্ষের হাতে তুলে দেয়নি। কোনওরকম নিরাপত্তামূলক ব্যবস্থা না নিয়েই টেস্টিং চলছিল বলে তাঁর অভিযোগ।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now