Viral Video: বাইকের গতি তুলতেই গায়ে হাত-পা ঠাণ্ডা হওয়ার জোগাড়, স্পিডোমিটারে জড়িয়ে রয়েছে একটি সাপ (দেখুন ভিডিও)
সেখানে উপস্থিত লোকজন স্পিডোমিটার দিয়ে সাপটিকে বের করার চেষ্টা করেন। স্পিডোমিটারের কাচ ভাঙারও চেষ্টা করেন। অনেক চেষ্টা করে অবশেষে সাপটিকে বের করে আনতে সফল হয়।
যদি সাপ, টিকটিকি, গিরগিটি র মতন সরীসৃপদের দেখলে আপনি ভয় পান বা বিরক্ত বোধ করেন,তাহলে আপনার সম্ভবত এই ভিডিও থেকে দূরে থাকা উচিত। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিও দেখলে শিউরে উঠবেন আপনি।
ভিডিওতে দেখা যাচ্ছে একটি মোটরবাইকের স্পিডোমিটারে জড়িয়ে আটকে আছে একটি সাপ। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের নরসিংহপুরে। বাইক মালিকের নাম নাজির খান। খুব সকালে কাজে যাওয়ার সময় সরীসৃপটিকে দেখতে পান তিনি। বাইকের স্পিডো মিটারে সাপটিকে দেখতে পেয়ে তিনি ভিডিও করেন। ভিতর থেকে সাপের শব্দ ও পাওয়া যাচ্ছিল বলে জানিয়েছেন তিনি। সেখানে উপস্থিত লোকজন স্পিডোমিটার দিয়ে সাপটিকে বের করার চেষ্টা করেন। স্পিডোমিটারের কাচ ভাঙারও চেষ্টা করেন। অনেক চেষ্টা করে অবশেষে সাপটিকে বের করে আনতে সফল হয়।