Viral Video: ক্লাসরুমে নাক ডেকে ঘুমাচ্ছেন শিক্ষিকা, পালা করে হাওয়া করছে খুদে পড়ুয়ারা, ভাইরাল ভিডিয়ো
স্কুলই (School) হল ছেলেমেয়েদের বিকাশের অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা। আর শিক্ষকেরা (Teachers) হলেন ছাত্রছাত্রীদের জীবনের পথপ্রদর্শক। তাঁদের দেখেই তো ছেলেমেয়েরা শেখে। তবে সেই শিক্ষকই যদি ক্লাসে (Class) এসে ঘুমান, তবে কী শিখবে ছাত্রছাত্রীরা? সম্প্রতি এমনই একটি ভিডিয়ো ভাইরাল (Viral Video) হয়েছে সোশ্যাল মিডিয়ায় (Social Media) । যাতে দেখা যাচ্ছে, ক্লাসরুমে (Classroom) নাক ডেকে ঘুমাচ্ছেন শিক্ষিকা। আর তাঁকে পালা করে হাওয়া করছে খুদে পড়ুয়ারা। ভিডিয়োটি (Video) উত্তর প্রদেশের আলিগড়ের গোকুলপুরের একটি সরকারি প্রাথমক স্কুলের। অভিযুক্ত শিক্ষিকার নাম ডিম্পল বনসল। তিনিই ক্লাসরুমের মেঝেতে শুয়ে ঘুম দিয়েছিলেন। আর পালা করে একের পর এক ছাত্রছাত্রী হাতপাখা দিয়ে তাঁকে হাওয়া করে চলেছিল। শিক্ষিকার ঘুমে যাতে কোনও ব্যাঘাত না ঘটে তাই বাকিরা প্রায় মুখে আঙুল দিয়ে বসেছিল। ভিডিয়োটি ভাইরাল হতেই কাঠগড়ায় শিক্ষিকা এবং স্কুল কর্তৃপক্ষ। এই ভিডিয় ঘিরে সমালোচনার ঝড় উঠতেই বরখাস্ত করা হয়েছে ওই শিক্ষিকাকে। এ ছাড়া গোটা ঘটনার তদন্ত করে সঠিক পদক্ষেপ করার আশ্বাস দিয়েছেন জেলা এডুকেশন অফিসার রাকেশ কুমার সিং।
দেখুন সেই ভাইরাল ভিডিয়ো