Madhya Pradesh Shocker: এল না সরকারি অ্যাম্বুল্যান্স, ঠেলাগাড়িতে চড়িয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হাসপাতালে নিয়ে গেলেন স্বামী

এল না সরকারি অ্যাম্বুল্যান্স, ঠেলাগাড়িতে চড়িয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হাসপাতালে নিয়ে গেলেন স্বামী।

Man Carries Pregnant Wife to Hospital on Pushing Cart

ভোপাল, ৩১ অগাস্ট: এল না সরকারি অ্যাম্বুল্যান্স, ঠেলাগাড়িতে চড়িয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হাসপাতালে নিয়ে গেলেন স্বামী। গৃহবধূ ও তাঁর স্বামী কৈলাশ আহিরওয়ার  মধ্যপ্রদেশের (Madhya Pradesh) দামোহ সদর থেকে ৬০ কিলোমিটার দূরে রানে গ্রামে থাকেন। মঙ্গলবার তাঁর র প্রসব বেদনা উঠেল কৈলাশবাবু ১০৮ সরকারি অ্যাম্বুল্যান্স পরিষেবাকে ফোন করেন কিন্তু  ২ ঘণ্টাতেও কোনও অ্যাম্বুলেন্স আসেনি। এরপর উপায় না থাকায় তিনি একটি ঠেলাগাড়ি করে তাঁর স্ত্রীকে নিয়ে কাছের একটি স্বাস্থ্যকেন্দ্রে যান কিন্তু সেখানেও ডাক্তার ছিল না। তারপর তাঁকে সরকারি অ্যাম্বুলেন্সে করে হাট্টায় নিয়ে যাওয়া হয়। আরও পড়ুন Princess Diana Death Anniversary 2022: ইংল্যান্ডের যুবরানি ডায়ানার ২৫-তম মৃত্যুবার্ষিকীতে নেটিজেনদের শ্রদ্ধার্ঘ্য

এই ভিডিও ভাইরাল হওয়ার পরেই টনক নড়ে জেলা প্রশাসনের এবং মহিলাকে নিয়ে যাওয়া হয় জেলা হাসপাতালে। দামোহ জেলা হাসপাতালের এক আধিকারিক বলেছেন,  ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। কেন ওই গৃহবধূকে আনতে কোনও অ্যাম্বুল্যান্স গেল না, তা জানার চেষ্টা চলছে।

গত সপ্তাহেও উত্তরপ্রদেশের ভিন্ড জেলায় এক বৃদ্ধ ব্যক্তিকে তাঁর পরিবারের লোকেরা ঠেলাগাড়ি করে হাসপাতালে নিয়ে যান। জেলা প্রশাসনের তরফে সেই তিন সাংবাদিককে গ্রেপ্তার ককরা হয়েছে, যাঁরা এই খবরটি করেছিলেন।

দেখুন ভিডিও