Viral Video: এটিএমে টাকার বদলে বেরিয়ে আসছে সাপ, দেখে চোখ কপালে বাসিন্দাদের (দেখুন ভাইরাল ভিডিও)

গত কয়েকদিন ধরে বুলদানায় ঘটে যাওয়া কিছু আশ্চর্যজনক ঘটনার কারণে এই অঞ্চল খবরে শিরোনামে রয়েছে। দুদিন আগে বুলদানা বাস স্টেশন থেকে বাস চুরির ঘটনা এখনও টাটকা তারই মধ্যে এখন এটিএমে সাপ আসার ভিডিও ভাইরাল হয়েছে।

বুলদানা, ১৬ নভেম্বর: সকাল বেলা ব্যস্ত সময়ে এটিএম এ ঢুকলেন এক ব্যক্তি। কিন্তু টাকার বদলে  এটিএম থেকে বেড়িয়ে এল সাপ।এরকম একটি ঘটনা ঘটেছে বুলদানার মোতালায়। সেখানে অবস্থিত একটি  স্টেট ব্যাঙ্কের এটিএম-এ সাপ দেখা দিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। গত কয়েকদিন ধরে বুলদানায় ঘটে যাওয়া কিছু আশ্চর্যজনক ঘটনার কারণে এই অঞ্চল খবরে শিরোনামে রয়েছে। দুদিন আগে বুলদানা বাস স্টেশন থেকে বাস চুরির ঘটনা এখনও টাটকা তারই মধ্যে এখন এটিএমে সাপ আসার ভিডিও ভাইরাল হয়েছে।

নিজেরা পালিয়ে গেলেও পরে যারা টাকা তুলতে আসবেন তাঁরা বিপদে পড়বেন এই ভেবে   নাগরিকরা বনদফতরকে ফোন করে, ততক্ষণে সাপটি এটিএমের ভেতরে পুরোপুরি বসে পড়েছে। তারপর  সর্প প্রেমীরা ঘটনাস্থলে এসে এটিএম থেকে সাপটিকে টেনে বের করে জঙ্গলে ছেড়ে দিলে স্থানীয়রা স্বস্তির নিঃশ্বাস ফেলে। দেখুন সেই ভিডিও-