Viral Video: জুহুর রাস্তায় তরুণীকে অশ্লীল ইঙ্গিত, ভাইরাল ভিডিয়ো

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মুম্বই পুলিশকে ট্যাগ করে এই ভিডিয়োটি পোস্ট করেন ওই তরুণী। ভিডিয়োটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যলা মিডিয়ায়।

ভাইরাল ভিডিয়ো

মুম্বইঃ মুম্বইয়ের (Mumbai) বুকে ফাঁকা রাস্তায় প্রতিনিয়ত হয়রানির শিকার তরুণী। অবশেষে সোশ্যাল মিডিয়ায় (Social Media) সেই ঘৃণ্য আচরণের কথা শেয়ার করলেন তরুণী। সামাজিক মাধ্যম এক্স (X)-এ ওই তরুণী অভিযোগ করেন, মুম্বাইয়ের জুহু (Juhu) এলাকায় একজন অচেনা পুরুষ তাঁকে প্রতিদিন উত্যক্ত করছেন। রাস্তার মাঝে প্যান্ট খুলে ওই তরুণীকে অশ্লীল ইঙ্গিত করেন অভিযুক্ত, এমনটাই জানিয়েছেন তিনি। এই ঘটনার একটি ভিডিয়োও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিযোগকারিনী। তাতে দেখা যাচ্ছে, একজন ব্যক্তিকে শর্টস পরে ফুটপাথে দৌড়াচ্ছেন। তাঁকে পিছন থেকে ডাকছেন ওই তরুণী, কিন্তু তিনি সাড়া দিচ্ছেন না। এই ব্যাক্তিই এই কাজ ঘৃণ্য কাজ করেছেন বলে জানিয়েছেন ওই তরুণী। একবার নয় এই নিয়ে তিন-তিন বার এই একই ঘটনার শিকার হয়েছেন তিনি, এমনটাই অভিযোগ। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মুম্বই পুলিশকে ট্যাগ করে এই ভিডিয়োটি পোস্ট করেন ওই তরুণী। ভিডিয়োটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিয়োটি ভাইরাল হতে ঘটনাটি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে মুম্বই পুলিশ।

দেখুন সেই ভাইরাল ভিডিয়ো