Viral Video: মায়ের বিরুদ্ধে চকোলেট চুরির নালিশ জানাতে থানায় একরত্তি, বুরহানপুর পুলিশ ফাঁড়িতে ওই খুদের কাণ্ড ভাইরাল নেট দুনিয়ায় (দেখুন ভিডিও)

তার প্রিয় চকলেট চুরি করে নিয়েছেন মা। মায়ের বিরুদ্ধে এমন ‘গুরুতর’ অভিযোগ নিয়ে সোজা থানায় গেল ছোট্ট শিশু।

তার প্রিয় চকলেট চুরি করে নিয়েছেন মা। মায়ের বিরুদ্ধে এমন ‘গুরুতর’ অভিযোগ নিয়ে সোজা থানায় গেল ছোট্ট শিশু। মধ্যপ্রদেশের বুরহানপুর পুলিশ ফাঁড়িতে ওই খুদের কাণ্ডকারখানার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।বাবার হাত ধরে থানায় এসে সে বলে  "মা আমার চকলেট চুরি করে, তাকে জেলে ঢুকিয়ে দাও"। তাঁর এই অভিযোগ শুনে থানার সমস্ত কর্মীরা তো হেসেই অস্থির। তারপর একজন মহিলা কনস্টেবল সমস্যাগুলির প্রতি গুরুত্ব সহকারে মনোযোগ দেওয়ার ভান করে,  প্রতিটি পয়েন্ট একটি সাদা কাগজে লিখে রাখার ভান করেন। এরপর অবশ্য তাকে বুঝিয়ে বাড়ি ফিরে যেতে রাজি করিয়ে ফেলেছেন ওই কনস্টেবল। তবে এ হেন অকুতোভয় খুদের কীর্তি দেখে নেটিজেনরা বলছেন বাপরে কী ডানপিটে ছেলে!

 



@endif