Viral Video : আদিবাসী মহিলাদের ওপর অবাঞ্চিত পটকা ফাটিয়ে গ্রেফতার হলেন চার অভিযুক্ত, মধ্যপ্রদেশের ঝাবুয়া জেলার ভিডিও হল ভাইরাল (দেখুন)

মধ্যপ্রদেশের ঝাবুয়া জেলার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে একজন পুরুষ পটকা জ্বালাচ্ছেন এবং পাশ দিয়ে যাওয়া একদল নারীর দিকে জ্বলন্ত পটকা ছুড়ে মারছেন।

আদিবাসী মহিলাদের ওপর অবাঞ্ছিত ভাবে পটকা ফাঁটিয়ে গ্রেপ্তার হল চার অভিযুক্ত। মধ্যপ্রদেশের ঝাবুয়া জেলার একটি ভিডিও হয়েছে ভাইরাল। সেখানে দেখা যাচ্ছে  একজন পুরুষ পটকা জ্বালাচ্ছেন এবং পাশ দিয়ে যাওয়া একদল নারীর দিকে জ্বলন্ত পটকা ছুড়ে মারছেন। মহিলাদের দলটির কাছে বাজির বিস্ফোরণে তাঁরা ভয় পেয়ে চিৎকার করে এবং প্রতিক্রিয়ায়এদিক ওদিক করতে শুরু করে। ঘটনার পর পুলিশ অভিযুক্ত চারজনকেই গ্রেফতার করে। দেখুন সেই ভিডিও-