Mango Juice Video: কীভাবে তৈরি হচ্ছে ম্যাঙ্গো জুস? ভিডিয়ো দেখে 'স্লো পয়সন' বললেন অগণিত মানুষ

আম রস তৈরি করতে যে ভিডিয়ো প্রকাশ্যে আসে সেখান আরও দেখা যায়, প্রথমে চিনি ঢালা হয়। এরপর প্লাস্টিকের প্যাকেট ছিঁড়ে একের পর এক, বিভিন্ন রঙের কেমিকেল সেখানে যোগ করা হয়।

Mango Juice Making (Photo Credit: X)

দিল্লি, ৩০ অগাস্ট: ম্যাঙ্গো জুস (Mango Juice) কীভাবে তৈরি হয়? আমরস খেতে ভালবাসেন না, এমন মানুষ খুব কম রয়েছেন। কিন্তু এই আম রস তৈরি হয় কীভাবে? সম্প্রতি আম রস তৈরির একটি ভিডিয়ো (Video) সামনে আসে, যেখানে দেখা যায়, প্রচুর কেমকেলস দিয়ে কারখানায় তৈরি করা হচ্ছে ম্যাঙ্গো জুস। চিনি, রং এবং একাধিক কেমিকেল দিয়ে তৈরি করা হচ্ছে ভারতে অতি পরিচিত আম রস। যে ভিডিয়ো প্রকাশ্যে আসতেই কয়েক লক্ষ ভিউস হয়ে যায়। ম্যাঙ্গো জুস তৈরি করতে সংশ্লিষ্ট কোম্পানির তরফে যে পদ্ধতি অবলম্বন করা হয়, তা দেখে চমকে উঠতে শুরু করেন মানুষ।

আম রস তৈরি করতে যে ভিডিয়ো প্রকাশ্যে আসে সেখানে আরও দেখা যায়, প্রথমে চিনি ঢালা হয়। এরপর প্লাস্টিকের প্যাকেট ছিঁড়ে একের পর এক, বিভিন্ন রঙের কেমিকেল সেখানে যোগ করা হয়। একের পর এক রংঙের কেমিকেল মিশিয়ে যে আম রস তৈরি করা হয়, তা-ই এরপর উন্নত মানের প্যাকেটে ভরে বিক্রির জন্য নিয়ে যাওয়া হয়।

কীভাবে প্যাকেট-জাত ম্যাঙ্গো জুস তৈরি করা হচ্ছে দেখুন...

 

 

View this post on Instagram

 

আম রস তৈরির ওই ভিডিয়ো দেখে অনেকে প্রশ্ন করেন, কোথায় আমের (Mango) পাল্প? কেউ আবার প্রশ্ন তোলেন, আম ছাড়া ওই জুসে সমস্ত ধরনে জিনিসপত্র রয়েছে। কেউ আবার ওই জুস খেলে 'স্লো পয়সন' হবে বলেও মন্তব্য করেন। সবকিছু মিলিয়ে আম রস তৈরির ওই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা হু হু করে ভাইরাল হয়ে যায়।