Viral video: প্রচন্ড বৃষ্টিপাতে লোকালয়ে ঢুকে পড়ল দৈত্যাকার কুমির,উত্তরপ্রদেশের শিবকুটির ঘটনা হল ভাইরাল (দেখুন ভিডিও)

অত্যাধিক বৃষ্টিপাতে লোকজনের চোখ এড়িয়ে উত্তরপ্রদেশের শিবকুটির পুরাতন বাসস্ট্যান্ডের কাছে একটি কলোনিতে ঢুকে পড়ল দৈত্যাকৃতি একটি কুমির

Photo Credit_Youtube

কদিন আগেই মধ্যপ্রদেশের শিবপুরী জেলায় ৮ফুট লম্বা কুমির লোকালয়ে ঢুকে আতংক সৃষ্টি করেছিল, আবারো সেরকম ঘটনার সম্মুখীন হল উত্তরপ্রদেশের শিবকুটির বাসিন্দারা। অত্যাধিক বৃষ্টিপাতে লোকজনের চোখ এড়িয়ে ঢুকে পড়ল দৈত্যাকৃতি একটি কুমির।সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে একদল লোক কুমিরটির চোয়ালের অংশে দড়িতে  বেঁধে দূরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু দৈত্যাকার সরীসৃপটিকে তাঁর জায়গা থেকে এক চুল ও নড়ানো সম্ভব হচ্ছে না। সেটি  নড়াচড়া করতে অস্বীকার করলে তারপর তার লেজটি বেঁধে দেয়। তবে যা পরিস্থিতি তাতে কুমির এবং পরিস্থিতির সাথে জড়িত ব্যক্তি উভয়ের জন্যই বিপজ্জনক বলে মনে হচ্ছে।

ঘটনাটি ঘটেছে পুরাতন বাসস্ট্যান্ডের কাছে একটি কলোনিতে। প্রবল বৃষ্টির মধ্যে কুমিরটিকে ঘুরতে দেখে স্থানীয়রা কর্তৃপক্ষকে খবর দেয়। নিকটবর্তী মাধব জাতীয় উদ্যান থেকে একটি উদ্ধারকারী দল এসে পৌছায় ঘটনাস্থলে। এক ঘণ্টারও বেশি সময় ধরে চলা অভিযানের পর দৈত্যাকার প্রাণীটিকে তাঁরা তাদের জালে আটক করে। তারপর বনবিভাগের দলটি জাতীয় উদ্যান প্রাঙ্গনে অবস্থিত সাংখ্য সাগর হ্রদে এই কুমিরটিকে ছেড়ে দিয়েছে।