Viral Video: মধ্যপ্রদেশ পুলিশের মজার শাস্তি, পরের বার সতর্ক থাকবেন ভুলেও রাস্তায় ভেঁপু বাজাবেন না(দেখুন ভিডিও)

মধ্যপ্রদেশের জব্বলপুরে দশেরা ও নবরাত্রির শেষ দিনে রাস্তায় ভেঁপু বাজিয়ে উত্যক্ত করছিল কিছু যুবক। তাদের কে ধরে তাদেরই কানের সামনে ভেঁপু বাজিয়ে ও রাস্তায় কান ধরে উঠবোস করাল স্থানীয় পুলিশ প্রশাসন।

দুর্গাপুজো বা নবরাত্রি গোটা দেশ শব্দদূষণে আক্রান্ত ছিল ১০ টা দিন। তাঁর সঙ্গে উপরি পাওনা রাস্তা দিয়ে যাওয়া ভিড়ের মাঝে বিকট শব্দে ভেঁপুর আওয়াজ । যা সুস্থ লোককে তো অসুস্থ করেই দেই, অসুস্থ লোকের তো কথাই নেই। এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ভিডিও। মধ্যপ্রদেশের জব্বলপুরে দশেরা ও নবরাত্রির শেষ দিনে রাস্তায় ভেঁপু বাজিয়ে উত্যক্ত করছিল কিছু যুবক। তাদের কে ধরে তাদেরই কানের সামনে ভেঁপু বাজিয়ে ও রাস্তায় কান ধরে উঠবোস করাল স্থানীয় পুলিশ প্রশাসন। যা দেখে নেটিজেনরা বলছেন - এরকম শাস্তি গোটা দেশে চালু করা উচিত। তবে যদি উৎসবের আবহে এই ভেঁপুবাজি বন্ধ করা যায়। পরের বার সতর্ক থাকবেন ভুলেও রাস্তায় ভেঁপু বাজাবেন না। দেখুন মজার এই ভাইরাল ভিডিও-

 



@endif