Viral Video: মাঝরাতে লোকালয়ে সিংহ! ভাইরাল কুকুরের সঙ্গে লড়াইয়ের ভিডিয়ো

এরপরই কেউ আসছে এই আঁচ পেয়ে সেখান থেকে পালায় সিংহ দু'টি। খুব বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পায় পোষ্যটি। এই গোটা ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে।

(সিসিটিভি ফুটেজ (ছবিঃX)

লোকালয়ে ঢুকে পড়ল সিংহ(Lions)। তাও আবার একটি নয়, রাতের অন্ধকারে লোকালয়ে দাপিয়ে বেড়াতে দেখা গেল দু'দুটি সিংহকে। এক বাড়ির গেটের ভিতর বাঁধা দু'টি পোষ্যর(Pet Dog) সঙ্গে লোহার দরজার এপার থেকেই চলল লড়াই। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায়(Social Media) ভাইরাল(Viral) হয়েছে এমনই একটি ভিডিয়ো(Video)। ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে, একটি বাড়ির গেটের সামনে ঘোরাফেরা করছে দু'টি সিংহ। তাদের দেখেই চেঁচিয়ে পাড়া মাথায় করছে বাড়ির পোষ্যরা। লোহার গেটের এপার থেকেই দুই পোষ্যকে বারেবারে আক্রমণের চেষ্টা করছে সিংহ দু'টি। কুকুরগুলিও ছেড়ে কথা বলার পাত্র নয়। তারাও এগিয়ে যাচ্ছে। দু'পক্ষের বল প্রয়োগের ফলে খুলে গিয়েছে লোহার গেট। এরপরই কেউ আসছে এই আঁচ পেয়ে সেখান থেকে পালায় সিংহ দু'টি। খুব বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পায় পোষ্য দু'টি। এই গোটা ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। জানা গিয়েছে, ঘটনাটি গুজরাটের আমরেলির সাভারকুন্ডলা এলাকার। কীভাবে লোকালয়ে ঢুকে এল সিংহ তা খতিয়ে দেখছে প্রশাসন। স্বাভাবিকভাবেই এই ঘটনায় আতঙ্কিত এলাকার মানুষ।

দেখুন সেই ভাইরাল ভিডিয়ো