Viral Video: সাম্বারে ভাসছে মরা ইঁদুর, ভিডিয়ো ভাইরাল হতেই কাঠগড়ায় আমেদাবাদের ফুড জয়েন্ট
নয়াদিল্লিঃ বিগত কিছুদিন ধরে শিরোনামে অনলাইন অর্ডার (Online Order) করা খাবার। কখনও আইসিক্রিমে (Ice-cream) কাটা আঙুল,কখনও আবার চকোলেট সিরাপে (Chocolate Syrup) মরা ইঁদুর (Rat), একের পর এক এই ধরনের ঘটনা অনলাইন খাবার অর্ডারে ভয় ধরিয়েছে মানুষের মনে। ফের এই ধরনের চাঞ্চল্যকর ঘটনা ঘটল। তবে এ বার অনলাইন অর্ডার নয়, খোদ রেস্তোরাঁর খাবারে পাওয়া গেল মরা ইঁদুর। ঘটনাটি ঘটেছে আমেদাবাদের দেবী ধোসা ফুট জয়েন্টে। ধোসার সঙ্গে দেওয়া সাম্বার ডালে মরা ইঁদুর পেয়েছেন এক ক্রেতা। গোটা ঘটনার ভিডিয়ো করে ইনস্টাগ্রামে পোস্ট করেন তিনি। শুধু তাই নয়,আমেদাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশনকে (এএমসি) পুরো বিষয়টি জানিয়েছেন তিনি। স্বাস্থ্যবিধি লঙ্ঘন করার অপরাধে রেস্তোরাঁ মালিকের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হয়েছে আমেদাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফে। প্রসঙ্গত, শুধু খাবারেই নয়, অনলাইন জিনিসপত্র অর্ডার করতেও ভয় পাচ্ছেন সাধারণ মানুষ। ক'দিন আগে বেঙ্গালুরুর সারজাপুর রোডের এক বাসিন্দা অনলাইনে একটি এক্সবক্স কন্ট্রোলার অর্ডার করেছিলেন। প্যাকেটটি খুলতে গিয়ে দেখেন ভিতরে একটি সাপ। আর যে সে সাপ সেটি নয়, সাক্ষাৎ কোবরা। এরপরই আতঙ্ক ছড়ায়।
দেখুন ভাইরাল ভিডিয়ো