Viksit Bharat Sankalp Yatra: বিরসা মুন্ডার জন্মদিনে 'বিকশিত ভারত সংকল্প যাত্রা'-র সূচনা করবেন প্রধানমন্ত্রী মোদি

আগামী ১৫ নভেম্বর বিরসা মুন্ডার জন্মদিনে 'বিকশিত ভারত সংকল্প যাত্রা'-র সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার দুপুরে একথা জানালেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিব।

Photo Credits: ANI and Wikimedia Commons

নয়াদিল্লি: আগামী ১৫ নভেম্বর বিরসা মুন্ডার জন্মদিনে (Birsa Munda Jayanti) 'বিকশিত ভারত সংকল্প যাত্রা' (Viksit Bharat Sankalp Yatra)-র সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। বৃহস্পতিবার দুপুরে একথা জানালেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিব (Information and Broadcasting Secretary)। তিনি আরও জানান, আড়াই হাজারেরও বেশি আইইসি ভ্যান (IEC vans) দেশের আড়াই লক্ষ গ্রাম পঞ্চায়েত (gram panchayats) ও ৩৭০০টি পৌরসভা এলাকার ১৪ হাজারের বেশি জায়গায় ঘুরবে। আদিবাসী অধ্যুষিত এলাকা (tribal areas) থেকে এই যাত্রা শুরু হবে এবং চলবে ২ মাস ধরে।

বিকশিত ভারত সংকল্প যাত্রার উদ্দেশ্য (objective) হল, সরকারি উন্নয়ন প্রকল্পের (central government schemes) সুবিধা যেন দেশের শেষ মানুষটা পর্যন্ত পৌঁছয়। এই যাত্রার মাধ্যমে কেন্দ্রীয় সরকারি প্রকল্প ও তাদের সুবিধাগুলি (benefits) বিভিন্ন উপায়ে সবার সামনে তুলে ধরা হবে। নানা মানুষের ব্যক্তিগত জীবন ও অভিজ্ঞতার কথা সবাইকে জানানোর পাশাপাশি নাটক ও কুইজের আয়োজন করে কেন্দ্রীয় সরকারি প্রকল্পগুলির সুবিধা সম্পর্কে মানুষকে সচেতন (aware) করার চেষ্টা হবে।

তবে যে রাজ্যগুলিতে নির্বাচন (poll-bound states) রয়েছে সেখানে নির্বাচনী আচরণবিধি (model code of conduct) লাগু থাকার জন্য এই যাত্রা করার কোনও পরিকল্পনা নেই। ওই রাজ্যগুলিতে নির্বাচন শেষ হওয়ার পরেই এই যাত্রা শুরু করা হবে। আরও পড়ুন: PM Narendra Modi Visit Shirdi: মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীর সঙ্গে শিরডিতে সাই বাবার দর্শনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (দেখুন ভিডিও)

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now