Bengaluru: দুই খুদে সন্তান-সহ বাবা মায়ের একসঙ্গে মৃত্যু, পরিবারের নির্মম পরিণতিতে ঘনাচ্ছে রহস্য

মৃত দুই শিশুর বয়স ৫ এবং ২। বছর ৩৮-এর অনুপ কুমার কর্মসূত্রে বেঙ্গালুর থাকতেন। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী রাখি (৩৫) এবং তাঁদের দুই খুদে সন্তান।

Representative Image (Photo Credit: File)

একসঙ্গে উদ্ধার পরিবারের চার সদস্যের মৃতদেহ। বেঙ্গালুরুর সদাশিবনগর থানা এলাকায় ভাড়া বাড়ি থেকে সোমবার সকালে উদ্ধার হয়েছে স্বামী স্ত্রী এবং তাঁদের দুই সন্তানের দেহ। পরিবারের চার সদস্যের মৃত্যু ঘিরে ঘনাচ্ছে রহস্য। পুলিশ সূত্রে খবর, মৃত দুই শিশুর বয়স ৫ এবং ২। বছর ৩৮-এর অনুপ কুমার কর্মসূত্রে বেঙ্গালুর থাকতেন। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী রাখি (৩৫) এবং দুই খুদে সন্তান। ওই পরিবার আদতে উত্তরপ্রদেশের এলাহাবাদের বাসিন্দা বলে জানা যাচ্ছে। চার মৃতদেহ উদ্ধার করে পাঠানো হিয়েছে ময়নাতদন্তের জন্যে।

আরও পড়ুনঃ কাশ্মীরে তীব্র ঠাণ্ডায় উদ্ধার পরিবারের পাঁচ সদস্যের মৃতদেহ, কাঠকয়লার ধোঁয়া কাড়ল প্রাণ

পরিবারের চার সদস্যের একসঙ্গে মৃত্যু...

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)



Uttarakhand Shocking Video: পুলিশের গাড়ির কাঁচ ভেঙে মাথা বের করে হুমকি মত্ত যুবকের, দেখুন বছরের শুরুতেই কী হল | 🇮🇳 LatestLY

Uttarakhand Shocking Video: পুলিশের গাড়ির কাঁচ ভেঙে মাথা বের করে হুমকি মত্ত যুবকের, দেখুন বছরের শুরুতেই কী হল

উত্তরাখণ্ডের ওই যুবক মদ্যপ অবস্থায় নিজের বাইক নিয়ে বেশ কয়েকজনকে যেমন ধাক্কা দেয় তেমনি বহু গাড়িকেও ধাক্কা দিয়ে পথ চলতে শুরু করে। মত্ত যুবকের বাইকের ধাক্কায় পরপর বেশ কয়েকজন আহত বলেও জানা যায়।

Youth Created Ruckus (Photo Credit: X/Screengrab)

দিল্লি, ১ জানুয়ারি: বছর শেষের পার্টি শেষ হয়ে গেলেও, তার রেশ কাটছে না। এবার নতুন বছরের শুরুতেই পুলিশের গাড়ি ভেঙে দিল যুবক। মত্ত অবস্থায় পুলিশের গাড়িতে উঠে, কাঁচ ভেঙে দেয় মদ্য়প। শুধু তাই নয়, কাঁচ ভেঙে পুলিশের ভাঙা গাড়ি থেকে মাথা বের করে বাইরে দাঁড়িয়ে তাকা লোকজনকে কার্যত হুমকি দিতে শুরু করে এক তরুণ। শুনতে অবাক লাগলেও, নতুন বছরের প্রথম দিনে এমনই কুকীর্তি ঘটাল উত্তরাখণ্ডের এক যুবক।

উত্তরাখণ্ডের (Uttarakhand) ওই যুবক মদ্যপ (Drunk Youth) অবস্থায় নিজের বাইক নিয়ে বেশ কয়েকজনকে যেমন ধাক্কা দেয় তেমনি বহু গাড়িকেও ধাক্কা দিয়ে পথ চলতে শুরু করে। মত্ত যুবকের বাইকের ধাক্কায় পরপর বেশ কয়েকজন আহত বলেও জানা যায়। এরপর ওই যুবককে পুলিশ পাকড়াও করে গাড়িতে তোলে।

বছরের শুরুতে দেখুন মত্ত যুবকের কীর্তি...

 

পুলিশের টহলদারি গাড়ির ভিতরে ওই যুবককে তোলা হলেও, সেখানও সে ভাঙচুর চালায়। পুলিশের গাড়িতে উঠে ওই যুবক, সেখানকার কাঁচ ফাটিয়ে দেয়। এরপর ভাঙা কাঁচের বাইরে মাথা বের করে রাস্তায় দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ এবং পুলিশ কর্মীদেরও সে এক নাগাড়ে হুমকি দিতে শুরু করে। উত্তরাখণ্ডের ওই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা হু হু করে ভাইরাল হয়ে যায়।