ArtistCollapses On Stage: গণেশ উৎসবের অনুষ্ঠানে নাচার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মঞ্চেই মৃত্যু শিল্পীর, দেখুন মর্মান্তিক ভিডিও
গণেশ উৎসবের (Ganesh Utsav) অনুষ্ঠানে নৃত্য (Dance) পরিবেশন করার সময় হৃদরোগে (Heart Attack) আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢোলে পড়লেন এক শিল্পী (Artist)। তাঁর নাম যোগেশ গুপ্ত (Yogesh Gupta)। তাঁর বয়স মাত্র ২০। বুধবার জম্মুর বিশনা এলাকার কোথে গ্রামে এই ঘটনাটি ঘটেছে। মঞ্চে নাচ করার সময় তিনি মারা যান।
জম্মু, ৮ সেপ্টেম্বর: গণেশ উৎসবের (Ganesh Utsav) অনুষ্ঠানে নৃত্য (Dance) পরিবেশন করার সময় হৃদরোগে (Heart Attack) আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢোলে পড়লেন এক শিল্পী (Artist)। তাঁর নাম যোগেশ গুপ্ত (Yogesh Gupta)। তাঁর বয়স মাত্র ২০। বুধবার জম্মুর বিশনা এলাকার কোথে গ্রামে এই ঘটনাটি ঘটেছে। মঞ্চে নাচ করার সময় তিনি মারা যান।
একটি ভিডিও ক্লিপে গণেশ উৎসবের অনুষ্ঠানে যোগেশকে মহিলাদের পোশাক পরে নাচতে দেখা যাচ্ছে। নাচ চলাকালীন হঠাৎ তিনি মঞ্চে পড়ে যান। দর্শকরা ভাবেন এটাও নাচের অভিনয়ের অংশ। খানিকক্ষণ মঞ্চে পড়ে থাকার পরে যোগেশের মৃত্যু হয়। এইরকম ভাবে খানিকক্ষণ যাওয়ার পর এক সহশিল্পী মঞ্চে আসেন। তিনি যোগেশকে সোজা করে দেখেন তাঁর শরীরে প্রাণ নেই। এরপরই গান বন্ধ করে দেওয়া হয়। উপস্থিত অন্য শিল্পী ও উদ্যোক্তারা মঞ্চে আসেন। আরও পড়ুন: Video: ঋণ নিতে ব্যাঙ্কে হাজির রোবট! দেখুন ভিডিও
দেখুন ভিডিও:
এর আগে বলিউডের বিখ্যাত গায়ক কে কে-র মৃত্যুতে সারা দেশে শোকের ছায়া নেমে আসে। কলকাতার নজরুল মঞ্চে কলেজ ফেস্টে পারফর্ম করার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। হোটেলে পৌঁছনোর পরেই তিনি পড়ে যান। নিকটবর্তী একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করা হয়।