Video: ঘরের দরজা খোলার আগে সাবধান, বেল বাজলেই অতিথি ভেবে ছুটবেন না, দেখুন

Chain Snatching (Photo Credit: X/Screengrab)

ঘরের দরজা খোলার আগে সাবধান। অসাবধানতাবশত ঘরের দরজা খুলে ফেললে, যে কোনও মুহূর্তে ঘটে যেতে পারে বিপদ। এবার এমনই একটি ঘটনা প্রকাশ্যে এল তেলাঙ্গানা থেকে। যেখানে নরসিংহির (Narsingi) বাসিন্দা এক মহিলা বেল বাজতেই দরজা খোলেন। দরজা খুললে, সেখানে এক ব্যক্তি প্রবেশ। হঠাৎ করেই ঘর থেকে ছুটে বেরিয়ে যেতে দেখা যায় ওই ব্যক্তিকে। তার পিছনে ঘর থেকে এক মহিলাও বের হন। তিনি ছুটতে ছুটতে ওই ব্যক্তির পিছু নেন এবং চিৎকার জোরেন। জানা যায়, বেল বাজার সঙ্গে সঙ্গে তিনি দরজা খুলতেই ওই অজানা ব্যক্তি ঘরের ভিতরে প্রবেশ করে এবং ততক্ষণাৎ ওই মহিলার গলার হার টেনে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। গোটা ঘটনা অ্যাপার্টমেন্টে থাকা সিসিটিভি ক্যামেরায় বন্দি হয়ে যায়। যা নিয়ে তেলাঙ্গানার (Telangana) নরসিংহি এলাকায় চাঞ্চল্য ছড়ায়।

দেখুন বেল বাজতেই কীভাবে অচেনা ব্যক্তি ঘরে প্রবেশ করে মহিলার গলার হার ছিনতাই করে পালায়...

 



@endif