Video: হঠাৎ বন্যা, বিপর্যয় নামার আগে কেমন ছিল হিমাচল,দেখুন ভাইরাল ভিডিয়ো
এক নাগাড়ে বৃষ্টি শুরু হয়েছে হিমাচল প্রদেশে। এক নাগাড়ে বৃষ্টির জেরে হিমাচল কার্যত বিপর্যস্ত। একটানা বৃষ্টিতে যখন হিমাচল প্রদেশের নদীগুলি ফুলেফেঁপে উঠতে শুরু করে, তার জেরে শুরু হয় হঠাৎ বন্যা। ফলে হঠাৎ বন্যা এবং ধসে ঘরছাড়া বহু মানুষ। ৮ জুলাই মানালি থেকে একটি ভিডিয়ো উঠে আসে। যেখানে বিপাশা নদী যেমন রাস্তার পাশ থেকে শান্তভাবে বয়ে যায়, তেমনি একের পর গাড়ি চলে যায় জাতীয় সড়ক ধরে। হঠাৎ বন্যার আগে হিমাচল প্রদেশ কেমন শান্ত ছিল, সেই ছবি ধরা পড়ে ওই ফুটেজে। যা দেখলে এখ কার্যত অবাক হতে হয়। বিপর্যয় নামার আগে দেখুন কেমন ছিল হিমাচল প্রদেশের ছবি...