Video: রাহুল গান্ধীর 'মহব্বত কী দুকান' মন্তব্যের বিরুদ্ধে শ্লেষ, গান বাঁধল বিজেপি

Rahul Gandhi, Narendra Modi (Photo Credit: ANI/Twitter)

রাহুল গান্ধীর মহব্বত কী দুকান মন্তব্যের বিরুদ্ধে এবার গান বাঁধল বিজেপি। ২.৫৫ মিনিটের একটি একটি ভিডিয়ো বিজেপির ট্যুইটার হ্যান্ডেলে শেয়ার করা হয়। ওই ভিডিয়োতে রাহুল গান্ধীর 'মহব্বত কী দুকান' মন্তব্যের বিরুদ্ধে কটাক্ষ করা হয়। ভিডিয়ো প্রধানমন্ত্রী মোদীর লোকসভার বক্তব্যের একাধিক খণ্ডচিত্র তুলে ধরা হয়। যেখানে তাঁকে রাহুল গান্ধীর 'মহব্বত কী দুকান' মন্তব্যের কটাক্ষ করে বলতে শোনা যায়, দেশের মানুষ বলছেন, এটি 'লুট কী দুকান'। দেখুন সেই  ভিডিয়ো...