Kanpur: বান্ধবীর সঙ্গে একই গাড়িতে, হাতেনাতে ধরা পড়ে স্ত্রীর জুতোপেটা খেলেন বিজেপি নেতা! দেখুন ভিডিও

বান্ধবীর সঙ্গে একই গাড়িতে থাকা অবস্থায় স্ত্রীর হাতে ধরা পড়লেন উত্তরপ্রদেশের (Uttar Pradesh) এক বিজেপি নেতা (BJP Leader)। মোহিত সোনকার (Mohit Sonkar) নামের ওই ব্যক্তি বুন্দেলখণ্ড অঞ্চলের বিজেপির সম্পাদক। স্ত্রী মনি, শাশুড়ি এবং শ্বশুরবাড়ির অন্য লোকজন তাঁকে রাস্তার মাঝখানে চপ্পল দিয়ে মারধর করেছেন। বাদ যাননি মোহিতের মহিলা বন্ধুটিও। তাঁকে মারধর করেন তাঁরই স্বামী ও মনি সোনকার (Moni Sonkar)। মনি সোনকার ঘটনার ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেন। সেই ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গিয়েছে।

Mohit Sonkar Beaten By Wife (Photo: IANS)

কানপুর, ২১ অগাস্ট: বান্ধবীর সঙ্গে একই গাড়িতে থাকা অবস্থায় স্ত্রীর হাতে ধরা পড়লেন উত্তরপ্রদেশের (Uttar Pradesh) এক বিজেপি নেতা (BJP Leader)। মোহিত সোনকার (Mohit Sonkar) নামের ওই ব্যক্তি বুন্দেলখণ্ড অঞ্চলের বিজেপির সম্পাদক। স্ত্রী মনি, শাশুড়ি এবং শ্বশুরবাড়ির অন্য লোকজন তাঁকে রাস্তার মাঝখানে চপ্পল দিয়ে মারধর করেছেন। বাদ যাননি মোহিতের মহিলা বন্ধুটিও। তাঁকে মারধর করেন তাঁরই স্বামী ও মনি সোনকার (Moni Sonkar)। মনি সোনকার ঘটনার ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেন। সেই ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গিয়েছে।

ভিডিওতে দেখা যাচ্ছে, মোহিতকে দুই মহিলা ও দুই পুরুষ মারধর করছেন। মহিলারা চপ্পল দিতে মারছেন। প্রতিরোধ করার চেষ্টা করেও কিছু করতে পারছেন না মোহিত। আরও পড়ুন: Delhi Excise Policy Scam: দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া-সহ ১৩ জনের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি

দেখুন ভিডিও:

এদিকে, ঘটনার খবর পেয়ে জুহি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উভয় পক্ষকে থানায় নিয়ে যায়। বিজেপি নেতার স্ত্রী মনি সোনকার এবং মহিলার ব্যবসায়ী স্বামী জুহি থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ আধিকারিক অলোক সিং বলেছেন যে এই বিষয়ে যথাযথ তদন্তের পরে এফআইআর করা হবে।