Bhopal: গো মাংস খাওয়া নিয়ে বীর সাভারকরের আপত্তি ছিল না: কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং
গো মাংস (Cow Beef) খাওয়া নিয়ে বীর সাভারকরের (Veer Savarkar) কোনও সমস্যা ছিল না । আজ এই দাবি করলেন প্রবীন কংগ্রেস নেতা ও মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং (Congress leader Digvijaya Singh)। ভোপালে জন জাগরণ অভিযানে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, "বিজেপি বীর সাভারকরজি কে নিয়ে অনেক কথা বলে। তাঁর বইতে লিখেছিলেন যে হিন্দুত্ব-র সঙ্গে হিন্দু ধর্মের কোনও সম্পর্ক নেই। এটাও তিনি লিখেছেন যে গরু কখনই আমাদের 'মাতা' হতে পারে না। সাভারকরজি নিজেই বইতে লিখেছেন যে গরুর মাংস খাওয়াকে খারাপের কিছু নেই।"
ভোপাল, ২৫ ডিসেম্বর: গো মাংস (Cow Beef) খাওয়া নিয়ে বীর সাভারকরের (Veer Savarkar) কোনও সমস্যা ছিল না । আজ এই দাবি করলেন প্রবীন কংগ্রেস নেতা ও মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং (Congress leader Digvijaya Singh)। ভোপালে জন জাগরণ অভিযানে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, "বিজেপি বীর সাভারকরজি কে নিয়ে অনেক কথা বলে। তাঁর বইতে লিখেছিলেন যে হিন্দুত্ব-র সঙ্গে হিন্দু ধর্মের কোনও সম্পর্ক নেই। এটাও তিনি লিখেছেন যে গরু কখনই আমাদের 'মাতা' হতে পারে না। সাভারকরজি নিজেই বইতে লিখেছেন যে গরুর মাংস খাওয়াতে খারাপের কিছু নেই।"
কংগ্রেস নেতা দাবি করেছেন যে ২০২৪ সালে বিজেপি আবারও ক্ষমতায় গেলে সংবিধান পরিবর্তন করবে এবং সংরক্ষণ ব্যবস্থার অবসান ঘটাবে। আরও পড়ুন: Ludhiana Court Blast Case: লুধিয়ানা আদালতে বিস্ফোরণ ঘটিয়েছে মাদক মামলায় জেল খাটা পঞ্জাব পুলিশের প্রাক্তন কর্মী
তিনি বলেন, "কংগ্রেসের সঙ্গে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) মতাদর্শের লড়াই রয়েছে। আমাদের লড়াই আরএসএস-র আদর্শের সঙ্গে। যদি ২০২৪ সালে বিজেপি আবার ক্ষমতায় আসে, তারা প্রথমে সংবিধান পরিবর্তন করবে এবং তারপরে সংরক্ষণ শেষ করবে।"