Varanasi Lok Sabha Constituency: ইতিহাস, গতবারের ফলাফল, নরেন্দ্র মোদীর জেতার সম্ভাবনা কতটা

উত্তরপ্রদেশের ৮০টি লোকসভা আসনের মধ্যে সবচেয়ে হাইপ্রোফাইল আসন হল বারাণসী (Varanasi)। কারণ এখান থেকেই লড়ে প্রধানমন্ত্রী হয়েছিলেন নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। গতবার আম আদমী পার্টি (AAP)-র প্রধান অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)-কে একেবারে উড়িয়ে জিতেছিলেন মোদী।

বারাণসীতে মোদীর মার্জিন বাড়ে না কমে সেটা দেখার। (File Photo)

বারাণসী, ২০ এপ্রিল: উত্তরপ্রদেশের ৮০টি লোকসভা আসনের মধ্যে সবচেয়ে হাইপ্রোফাইল আসন হল বারাণসী (Varanasi)। কারণ এখান থেকেই লড়ে প্রধানমন্ত্রী হয়েছিলেন নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। গতবার আম আদমী পার্টি (AAP)-র প্রধান অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)-কে একেবারে উড়িয়ে জিতেছিলেন মোদী। এবার মোদীকে হারাতে আসরে নেমেছেন প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi)। এই কেন্দ্রে বিজেপি-র সাংগঠনিক শক্তি বরাবরই মজবুত। মুরলী মনোহর যোশী (Murli Manohar Joshi) এর আগে এখান থেকে দাঁড়িয়ে জিততেন। এখান থেকে বিজেপি (BJP)-ই বেশিরভাগ জিতেছে। তবে ২০০৪ লোকসভা নির্বাচনে সবাইকে চমকে বিজেপি প্রার্থী শঙ্কর জয়সওয়ালকে ৫৭,৪৩৬ ভোটে হারিয়ে জিতেছিলেন কংগ্রেস প্রার্থী রাজেশ মিশ্র (Rajesh Mishra)। তবে ২০০৯ লোকসভায় সাংসদ রাজেশ মিশ্র চমকপ্রদভাবে হেরে যান, তাঁর জামানত পর্যন্ত জব্দ হয়, কংগ্রেস এখানে চতুর্থ স্থানে ছিল।

মোদী কে কি এবারও বড় ব্যবধানে জেতাবে বারাণসী? (File Photo)

২০১৯ লোকসভা নির্বাচনের প্রার্থীরা

নরেন্দ্র মোদী  (Narendra Modi) (বিজেপি)

অজয় রাই (Ajay Rai) (কংগ্রেস)

শালিনী যাদব (Shalini Yadav) (সমাজবাদী পার্টি)

২০১৪ লোকসভা নির্বাচনের ফলাফল

নরেন্দ্র মোদী (বিজেপি)- ৫,৮১,০২২টি ভোট (৫৬.৩৭%)

অরবিন্দ কেজরিওয়াল (আপ)- ২,০৯, ২৩৮টি ভোট (২০.৩০%)

অজয় রাই (কংগ্রেস)- ৭৫,৬১৪টি ভোট (৭.৩৪%)

বিজয় প্রকাশ জয়সওয়াল- ৬০,৫৭৯টি ভোট (৫.৮৮%)

কৈলাশ চৌরাসিয়া (এসপি)- ৪৫,২৯১টি ভোট

নোটা (না ভোট) - ২,০৫১টি ভোট

ফলাফল- নরেন্দ্র মোদী (বিজেপি) জয়ী ৩,৭১,৭৮৪টি ভোট।

কে এগিয়ে কে পিছিয়ে

স্থানীয় মানুষদের একাংশের কিছু ক্ষোভ থাকলেও, এই আসনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনেকটা এগিয়ে। আসল প্রশ্ন হল মোদীর জয়ের মার্জিন বাড়ে না কমে।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now