Vande Bharat Express : যাত্রীদের জন্য বন্দে ভারত স্লিপার ভার্সন আনছে রেল
৩১ শে অক্টোবরের আগেই উদ্বোধন করা হবে এই নতুন ট্রেনের
বন্দে ভারত এক্সপ্রেসের এবার স্লিপার ভার্সন লঞ্চ করতে চলেছে ভারতীয় রেল। এই বিষয়ে ইন্ট্রিগ্র্যাল কোচ ফ্যাক্টরির জেনারেল ম্যানেজার বি জি মাল্য জানিয়েছেন, "আমরা এই আর্থিক বছরের মধ্যেই বন্দে ভারতের স্লিপার ভার্সন বাজারে আনব। এছাড়াও আমরা বন্দে মোট্রো এই আর্থিক বছরেই নিয়ে আসব। এই ট্রেনটি এয়ারকন্ডিশন ছাড়াই যাত্রীদের জন্য নামানো হবে। যেটাকে বলা হবে নন এসি পুশ পুল ট্রেন।যেখানে ২২ টি কোচ এবং একটি লোকোমোটিভ থাকবে।এবং এটির উদ্বোধন ৩১ শে অক্টোবরের আগেই হয়ে যাবে।"
দূর পাল্লার যাত্রা হিসেবে বন্দে ভারত এক্সপ্রেসকে দেশের বিভিন্ন প্রন্ত থেকে চালানো শুরু করেছে ভারতীয় রেল। তবে সেই ট্রেনেরই এবার নন এসি ভার্সন বাজারে আনছে রেল।