Vande Bharat: সাম্বারে ভাসছে পোকা, বন্দে ভারতের খাবার নিয়ে ক্ষোভ উগরে দিলেন যাত্রী

ঘটনাটি ঘটেছে তিরুনেলিভেলি থেকে চেন্নাইগামী বন্দে ভারত ট্রেনে(Vande Bharat)। সামাজিক মাধ্যম এক্স হ্যান্ডেলে এক যাত্রী পোকা ভর্তি খাবারের ছবি পোস্ট করে ক্ষোভ উগরে দেন।

প্রতীকী ছবি (Photo Credits: Twitter)

নয়াদিল্লিঃ ট্রেনে(Train) পরিবেশিত নিয়ে অভিযোগ নতুন নয়। এর আগেও বহুবার এ ব্যাপারে কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে ভারতীর রেলকে(Indian Railways)। তবে এ বার আঙুল উঠল বন্দে ভারতে পরিবেশিত খাবার(Food) নিয়ে। সাম্বারের মধ্যে কালো পোকা পেলেন এক যাত্রী। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে তিরুনেলিভেলি থেকে চেন্নাইগামী বন্দে ভারত ট্রেনে(Vande Bharat)। সামাজিক মাধ্যম এক্স হ্যান্ডেলে এক যাত্রী পোকা ভর্তি খাবারের ছবি পোস্ট করে ক্ষোভ উগরে দেন। একাধিক যাত্রী খাবারের মান নিয়ে অভিযোগ করেন। আর এই অভিযোগ প্রকাশ্যে আসতেই টনক নড়ে রেল কর্তৃপক্ষের। পরবর্তী স্টেশনেই খাবারের প্যাকেটটি সংগ্রহ করা হয় রেলের তরফে। এরপর অবশ্য রেলের যুক্তি, খাবারে নয়, বরং খাবার পরিবেশনের অ্যালুমিনিয়ামের ফয়েলের মধ্যে ছিল পোকা। সূত্রের খবর এরপর যে সংস্থা খাবার পরিবেশনের দায়িত্বে ছিল, তাদের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। প্রসঙ্গত, এই ঘটনা ভাইরাল হতে বন্দে ভারতের পরিষেবা নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা তিক্ত অভিজ্ঞতা শেয়ার করেছেন বেশকিছু যাত্রী। এই ঘটনার পোস্ট শেয়ার করেছেন কংগ্রেস সাংসদ মানিকরাম ঠাকুরও।

সাম্বারে ভাসছে পোকা, বন্দে ভারতের খাবার নিয়ে ক্ষোভ উগরে দিলেন যাত্রী