Uttarakhand: প্রসবের আগে গর্ভবতীদের বিশ্রামের জন্য বাড়ি বানাচ্ছে উত্তরাখণ্ড সরকার

প্রসবের (Delivery) আগে গর্ভবতী মহিলারা যাতে অপেক্ষা করতে পারেন তার জন্য রাজ্যের প্রতিটি জেলায় বাড়ি (Birth waiting home) বানানোর পরিকল্পনা নিয়েছে উত্তরাখণ্ড সরকার।

প্রতীকী ছবি (Photo credit: Wikimedia Commons)

দেরাদুন: প্রসবের (Delivery) আগে গর্ভবতী মহিলারা (Pregnant women) যাতে অপেক্ষা করতে পারেন তার জন্য রাজ্যের প্রতিটি জেলায় বাড়ি (Birth waiting home) বানানোর পরিকল্পনা নিয়েছে উত্তরাখণ্ড সরকার (Uttarkhand Government)। বৃহস্পতিবার একথাই জানালেন উত্তরাখণ্ডের স্বাস্থ্য সচিব (health secretary) ডাঃ আর রাজেশ কুমার (Dr R Rajesh Kumar)।

সংবাদ সংস্থা এএনআই(ANI)-কে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি বলেন, জাতীয় স্বাস্থ্য মিশনের (National Health Mission) অধীনে প্রতিটি জেলায় গর্ভবতী মহিলাদের অপেক্ষার জন্য বার্থ ওয়েটিং রুম বা বিশ্রামাগার তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রসবের আগে গর্ভবতী মহিলারা যাতে সেখান প্রয়োজনীয় সবরকম সুবিধা পান সেদিকেও নজর রাখবে প্রশাসন। এর জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দ করা হয়েছে। প্রতিবছর রাজ্যে দু লক্ষেরও বেশি সন্তান জন্মগ্রহণ করে।

এই উদ্যোগের পাশাপাশি রাজ্যে টিবি (Tuberculosis) রোগ দূরীকরণ প্রচারকে আরও শক্তিশালী করার জন্য সরকার সিদ্ধান্ত নিয়েছে বলে বৃহস্পতিবার জানান ডাঃ আর রাজেশ কুমার। এপ্রসঙ্গে বলেন, টিবি রোগ দূরীকরণের জন্য ১৭টি মোবাইল ইউনিট চালু করা হচ্ছে। যাতে পোর্টেবেল এক্স-রে ইউনিটও বসানো থাকবে।