Uttarakhand: উত্তরাখণ্ডের সোনপ্রয়াগের প্রাণের ঝুঁকি নিয়ে শিশুকে উদ্ধার NDRF-এর
একনাগাড়ে বৃষ্টির (Rain) জেরে ধস নামে উত্তরাখণ্ডের সোনপ্রয়াগে। উত্তরাখণ্ডের (Uttarakhand) সোনপ্রয়োগে যে ধস নামে, তার জেরে আপাতত উদ্ধার কাজ শুরু হয়েছে। সোনপ্রয়াগে প্রাণের ঝুঁকি নিয়ে সেনা বাহিনী এবং বিপর্যয় মোকাবিলাকারী দল উদ্ধার কাজ চালাচ্ছে। প্রসঙ্গত গত বুধবার যে ধস নামে উত্তরাখণ্ডের বিভিন্ন এলাকায়, তার জেরে পরপর ৬ জনের মৃত্যু হয়। সেই সঙ্গে কেদারনাথ-সোনপ্রয়াগের রাস্তা বন্ধ করে দেওয়া হয়।
দেখুন ভিডিয়ো...