Uttarakhand Rains: মেঘভাঙা বৃষ্টিতে উত্তরাখণ্ডে মৃত ৪৬, বন্যার পর এবার নামল ধ্বস, আতঙ্কে মানুষ

উত্তরাখন্ডের পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে। তার জেরে মঙ্গলবার বিপর্যস্ত এলাকা পরিদর্ষনের পর রিভিউ বৈঠক করেন রাজ্য়ের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি। বুধবার উত্তরাখন্ডে যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

Flooding due to heavy rain in Uttarakhand (Photo Credits: PTI)

দেরাদুন, ২০ অক্টোবর: উত্তরাখণ্ডে (Uttarakhand) বিপর্যয়ের মাত্রা ক্রামগত বাড়ছে। যার জেরে এখনও পর্যন্ত গোটা রাজ্য জুড়ে ৪৬ জনের মৃত্যুর খবর মিলেছে। নিখোঁজ রয়েছেন ১১ জন। কুমাওঁতে একটানা বৃষ্টির জেরে ধ্বস (Landslide) শুরু হয়ে যায়। ফলে নৈনিতালের রামগড়ের পাশাপাশি এবার কুমাওঁতেও পৌঁছে গিয়েছে বিপর্যয় মোকাবিলাকারী দল (NDRF)। কোথাও যাতে কেউ আটকে না থাকেন, সে বিষয়ে খোঁজ শুরু করা হয়েছে।

আবহাওয়া দফতরের রিপোের্ট অনুযায়ী, গত সোমবার সকাল সাড়ে আটটা থেকে মঙ্গলবার সকাল সাড়ে আটটা পর্যন্ত উত্তরাখন্ডের নৈনিতাল, পিথোরাগড়, উধম সিং নগর, আলোমরা, পাউরি, চামোলির মতো বেশ কয়েকটি জেলায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়। তার জেরেই বিপর্যয় নেমে আসতে শুরু করে।

আরও পড়ুন: Bangladesh Durga Puja Violence: হাসিনার চোখের সামনে কীভাবে সংখ্যালঘুদের উপর হামলা? প্রশ্ন জাভেদ আখতারের

উত্তরাখন্ডের পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে। তার জেরে মঙ্গলবার বিপর্যস্ত এলাকা পরিদর্ষনের পর রিভিউ বৈঠক করেন রাজ্য়ের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি। বুধবার উত্তরাখন্ডে যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। পাশাপাশি গুজরাটের মুখ্যমন্ত্রী, দিল্লির মুখ্যমন্ত্রীরীও ক্রমাগত উত্তরাখন্ডের খোঁজ নিচ্ছেন। কোনওধরনের প্রয়োজন পড়লে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হবে বলেও দেওয়া হয়েছে আশ্বাস।