Uttarakhand: উত্তরাখন্ডে বিক্ষোভ, পুলিশ ছাত্র সংঘর্ষে গ্রেফতার ১৩

ছাত্র পুলিশ বিক্ষোভকে কেন্দ্র করে উত্তাল উত্তরাখন্ড। নিয়োগে দুর্নীতির অভিযোগে দেরাদুনের

Photo credit ANI

ছাত্র পুলিশ বিক্ষোভকে কেন্দ্র করে উত্তাল উত্তরাখন্ড। নিয়োগে দুর্নীতির অভিযোগে  বৃহস্পতিবার দেরাদুনের রাজপুর রোডে বিক্ষোভ দেখাতে শুরু করে একদল ছাত্রছাত্রী। দুর্নীতির বিরুদ্ধে সিবিআই তদন্তের দাবিতে এই বিক্ষোভে সামিল হয়েছিলেন তারা।তবে এই বিক্ষোভের মধ্যেই আচমকায় পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয় বলে অভিযোগ। পুলিশের গাড়িও ভাঙচুর করা হয় বলে অভিযোগ। ঘটনার জেরে ১৩ জনকে আটক করেছে পুলিশ। আহত হয়েছেন প্রায় ১৫ পুলিশ কর্মী।

ঘটনার পূর্ণ তদন্তের নির্দেশ দিয়েছেন উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি। ঘটনার জেরে দেরাদুনে ১৪৪ ধারা জারি করা হয়েছে বলে জানিয়েছেন জেলাশাসক অম্বিকা সোনি।

প্রশ্নপত্র বাতিলের জেরে বেশ কিছু পরীক্ষা বাতিল হয়েছে যার জেরে কঠিন প্রশ্নের মুখে পড়েছে সরকারের ভূমিকা। ইউকেপিএসসির পরীক্ষা বেশ কিছুদিন আগেই বাতিল হয়েছে প্রশ্নপত্র ফাঁস হওয়ার কারণে। যার জেরে বাতিল হয়েছে ১.৪ লক্ষ পরীক্ষার্থীর পরীক্ষাও। যদিও প্রশ্নপত্র ফাঁস হওয়া কাণ্ডে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল সরকারের তরফে। ঘটনার তদন্তে নেমে এখনও পর্যন্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়ি হরিদ্বারের কঙ্খল পুলিশ স্টেশনে ৯ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে স্পেশাল ইনভেস্টিকেশন টিম।

যদিও এসব রুখতে দুর্নীতি বিরোধী আইন আনবেন বলে জানিয়েছেন উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি।