IPL Auction 2025 Live

Uttarakhand: সাপের বিষ ভরা ইঞ্জেকশন ফুটিয়ে স্ত্রীকে খুনের অভিযোগ, জীবনবীমার টাকা আত্মসাৎ করতে ভয়ানক চক্রান্ত স্বামীর

এদিকে স্ত্রীর মৃত্যুর কয়েক দিনের মধ্যেই তাঁর নামে করা জীবনবীমার ২৫ লক্ষ টাকা তুলে নেন শুভম। এরপরে খটকা লাগে অজিতের।

Snake (Photo Credits: Pixabay)

জীবনবীমার (Life Insurance) মোটা অঙ্কের টাকা আদায়ের জন্যে স্ত্রীকে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। খুনের জন্যে এক সাংঘাতিক পন্থা বের করেছিলেন স্বামী। সাপের বিষ ভরা ইনজেকশন স্ত্রীর শরীরে ফুটিয়ে খুন করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের (Uttarakhand) উধম সিং নগরের জসপুর এলাকায়। শিউরে ওঠার মত এক খুনের ঘটনা। ঠাণ্ডা মাথায় পরিকল্পিত খুন বলেই মনে করছে পুলিশ। নিহত মহিলার ভাই অজিত সিং অভিযুক্ত তথা জামাইবাবুর বিরুদ্ধে থানায় খুনের অভিযোগ দায়ের করেছেন।

জানা যাচ্ছে, নিহত মহিলার নাম সালোনি চৌধুরী। বছর ১২ আগে শুভম চৌধুরীর সঙ্গে বিবাহ হয় তাঁর। চার বছর আগে বিবাহবিচ্ছেদের মামলা করেছিলেন সালোনি। তাঁর ভাই জানান, শুভমের বিবাহবহির্ভূত সম্পর্কের কথা জানতে পেরেছিল দিদি। পাশাপাশি শারীরিক এবং মানসিক অত্যাচারের অভিযোগ তুলে আদালতের দারস্ত হয়েছিলেন সালোনি। স্বামী-স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি মিটিয়ে দিতে বারংবার চেষ্টা করেছে স্থানীয় পঞ্চায়েত সদস্যরাও। কিন্তু কোন কিছু করেই শুভমকে শুধরানো যায়নি।

এরপরেই আসল কাণ্ড ঘটায় অভিযুক্ত শুভম। মৃতার ভাই জানাচ্ছে, ১৫ জুলাই সালোনির নামে ২৫ লক্ষ টাকার একটি জীবনবিমা করায় শুভম। আর সেই বীমায় নমিনি হিসাবে নিজের নাম নথিভুক্ত করায়। এরপর মাস ঘুরতে না ঘুরতেই ১১ অগাস্ট সালোনির রহস্য মৃত্যু হয়। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রজু দেহ ময়নাতদন্তের জন্যে পাঠায়। রিপোর্ট আসার পরেই গোটা ঘটনা নয়া মোড় পায়। জানা যায়, সাপের বিষে মহিলার মৃত্যু হয়েছে। এদিকে স্ত্রীর মৃত্যুর কয়েক দিনের মধ্যেই তাঁর নামে করা জীবনবীমার ২৫ লক্ষ টাকা তুলে নেন শুভম। এরপরে খটকা লাগে অজিতের। থানায় গিয়ে শুভমের বিরুদ্ধে সালোনি চৌধুরীকে খুনের অভিযোগ দায়ের করেন তিনি। কেবল শুভম একা নয়, তার বাবা-মা সহ আর একজন ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা অধীনে ১০৩ (১) ধারায় মামলা রজু হয়েছে।