Uttarakhand: কোভিডের মাঝে ঢল রুখতে উত্তরাখণ্ডে ৮ হাজার পর্যটককে ফেরানো হল মাঝরাস্তা থেকেই

প্রথমবারের ভুল থেকে শিক্ষা হয়নি। আরও একবার তাড়াহুড়ো করতে তৃতীয় ঢেউ ডেকে আনা হচ্ছে। দিল্লি সহ বেশ কিছু রাজ্যে লকডাউন উঠতেই পর্যটকরা এখন ভিড় জমাচ্ছেন উত্তরাখণ্ডের পাহাড়ে। উইকএন্ডটা মজায় কাটাতে সিমলা-কুলু-মানালিতে বাঁধভাঙা ভিড়।

দেরাদুন, ১৩ জুলাই: প্রথমবারের ভুল থেকে শিক্ষা হয়নি। আরও একবার তাড়াহুড়ো করতে তৃতীয় ঢেউ ডেকে আনা হচ্ছে। দিল্লি সহ বেশ কিছু রাজ্যে লকডাউন উঠতেই পর্যটকরা এখন ভিড় জমাচ্ছেন উত্তরাখণ্ডের ( Uttarakhand)পাহাড়ে । উইকএন্ডটা মজায় কাটাতে সিমলা-কুলু-মানালিতে বাঁধভাঙা ভিড়। কুলু (Kulu)-র ট্যুরিস্ট স্পট, মানালি-র (Manalai) পাহাড়ের কোল, সিমলার (Shimla) ম্যালে উইকএন্ড ভিড় দেখে আঁতকে উঠতে হচ্ছে। গত দু সপ্তাহ ধরে তো সিমলা-কুলু-মানালিতে সব হোটেল একেবারে বুক হয়ে গিয়েছিল। সিমলায় তুষারপাতের পর ভিড় আরও বাড়ে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করে, দেশবাসীকে সাবধানে থাকতে বলেছেন। আর এবার পর্যটকদের ঢল আটকাতে বিশেষ ব্যবস্থা নিল উত্তরাখণ্ড সরকার। রাজ্যের সীমান্তে চেকপোস্টে পর্যটকদের ভিড় নিয়ন্ত্রণ করতে বিশেষ পুলিশ বাহিনিও গড়া হয়েছে।

মুসৌরি, নৈনিতালে ঢোকার মুখে প্রায় ৮ হাজার পর্যটককে ফিরিয়ে দেওয়া হল। তাদের অনুরোধ করা হয়, এখনও করোনার ভয় কমেনি। আপনার আবার পরে আসুন।

দিল্লিতে করোনা দ্বিতীয় ঢেউ কমার পর গরম বাড়তেই উইকএন্ডে সিমলা, কুলু, মানিলি-তে যাওয়ার ঢল পড়ে যায়। আর এতেই উত্তরাখণ্ড, হিমাচলপ্রদেশের বিভিন্ন পর্যনস্থানগুলিতে রীতিমত মানুষের ঢল নামে।