Uttarakhand: উত্তরাখন্ডে আরাকোট হিমাচল প্রদেশে যাওয়ার রাস্তায় ভূমিধ্বস

ভূমিধ্বসে জেরে বন্ধ রাস্তা, প্রশাসনের তৎপরতায় চলছে রাস্তা পরিষ্কার করার কাজ

Photo credit IANS

উত্তরাখন্ডে আরাকোট হিমাচলপ্রদেশ যাওয়ার রাস্তায় ভূমিধ্বস। প্রবল বষ্টির কারণে ভূমিধ্বসের সংখ্যা বেড়ে গিয়েছে পাব্রত্য এলাকাগুলিতে। যার ফলে ব্যহত হচ্ছে যানচলাচল। প্রশাসনের তরফে তৎপরতার সঙ্গে কাজ শুরু করা হয়েছে রাস্তা পরিষ্কার করার জন্য।

পথচারীদের এই রাস্তা আপাপতত কাজ চলা পর্যন্ত পরিত্যাগ করার কথা জানিয়েছেন উত্তরাখন্ডের এসপি অপ্রণ যদুবংশী। শুধু উত্তরাখন্ড নয় এর পাশাপাশি মধ্যপ্রদেশ, জম্মুকাশ্মীর, পাঞ্জা সহ বিভিন্ন রাজ্যে প্রবল বৃষ্টির কারণে ভূমিধ্বস এবং হড়পা বান দেখা দিয়েছে। যার মধ্যে বিভিন্ন স্থানে আটকে পড়েছেন সাধারণ মানুষ।

জম্মু কাশ্মীরের রামবনে ভূশৃঙ্খলনের জের বন্ধ রাস্তা। বেশ কিছুদিন আগে জম্মু শ্রীনগর যাওয়ার রাস্তা বন্ধ হয়ে পড়েছিল ভূশঋঙ্খলের জেরে। যার জেরে বেশ কয়েকদিন রাস্তায় সার দিয়ে দাঁড়িয়ে থাকে ট্রাক ও অন্যান্য যানবাহন। বেশ কিছুদিন পর সেই রাস্তা পরিষ্কার করে আবার যান চলাচল স্বাভাবিক করা হয়।