উত্তরাখণ্ডের পাহাড়ি এলাকায় খাদে পড়ে গেল স্কুল বাস, সাত পড়ুয়ার মৃত্যুর আশঙ্কা

উত্তরাখণ্ডে ভয়াবহ বাস দুর্ঘটনা। তেহরি গারওয়ালের কাংসালির পাহাড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেল স্কুল বাস। বৃষ্টির মধ্যে খাদের বিপজ্জনক পথ দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারায় বাসটি। স্কুল বাসটিতে ১৮জন ছাত্রছাত্রী ছিল।

খাদে পড়ে গেল বাস। (Photo Credits: ANI)

দেরাদুন, ৬ অগাস্ট: Uttarakhand School Bus Accident। উত্তরাখণ্ডে ভয়াবহ বাস দুর্ঘটনা। তেহরি গারওয়ালের কাংসালির পাহাড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেল স্কুল বাস। বৃষ্টির মধ্যে খাদের বিপজ্জনক পথ দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারায় বাসটি। স্কুল বাসটিতে ১৮জন ছাত্রছাত্রী ছিল।

সাত জন পড়ুয়ার মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। খাদ থেকে শিশুদের উদ্ধারের চেষ্টা চলছে। ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা এখনও স্পষ্ট নয়। আরও পড়ুন-কলকাতায় ট্যাক্সি ধর্মঘটের প্রভাব কেমন? জানুন

এলাকায় ক দিন ধরেই খুব বৃষ্টি চলছিল। ফলে পাহাড়ি পথ আরও বিপজ্জনক হয়ে যায়। পাহাডি় পথে বাঁক নেওয়ার পথে স্কুল বাসটি নিয়ন্ত্রণ হারায় বলেন অনুমান। পুলিশ অবশ্য দুর্ঘটনার কারণ এখনও জানায়নি। ইতিমধ্যেই কয়েকজন ছাত্রছাত্রীদের উদ্ধার করা হয়েছে। উদ্ধার কাজে আছে  NDRF-এর একটি দল। বৃষ্টি হওয়ায় উদ্ধার কাজ কঠিন হয়ে পড়েছে।