Khatauli By-Election: দাঙ্গায় অভিযুক্ত জেল যাওয়া বিজেপি বিধায়কের কেন্দ্রে উপনির্বাচন ৫ ডিসেম্বর

উত্তরপ্রদেশের মুজফফরনগর দাঙ্গায় অভিযুক্ত হয়ে দু বছরের কারাদণ্ড হয়েছে বিধায়ক বিক্রম সাইনি। দাঙ্গায় অভিযুক্ত হওয়ায় সাইনির বিধায়ক পদ খারিজ। ফলে জেলে যাওয়া বিজেপি বিধায়কের খাতাউলি কেন্দ্রটি খালি হয়েছে।

Vote (Photo Credit: File pic)

নতুন দিল্লি, ৮ নভেম্বর: উত্তরপ্রদেশের মুজফফরনগর দাঙ্গায় অভিযুক্ত হয়ে দু বছরের কারাদণ্ড হয়েছে বিধায়ক বিক্রম সাইনি। দাঙ্গায় অভিযুক্ত হওয়ায় সাইনিকে অযোগ্য ঘোষণা করে বিধায়ক পদ খারিজ করা হয়েছে। ফলে জেলে যাওয়া বিজেপি বিধায়কের খাতাউলি কেন্দ্রটি খালি হয়েছে। আর তাই উত্তরপ্রদেশের খাতাউলি বিধানসভায় উপনির্বাচন হচ্ছে।

নির্বাচন কমিশন জানাল, খাটাউলিতে উপনির্বাচন হবে ৫ ডিসেম্বর আর গণনা ৮ ডিসেম্বর। সেই দিনেই গুজরাট ও হিমাচলপ্রদেশ বিধানসভার ফলপ্রকাশ। একের পর উপনির্বাচন হলেও এখনও সাধন পান্ডের মৃত্যুতে খালি হওয়া মানিকতলায় উপনির্বাচনের দিন এখনও ঘোষণা হল না।

দেখুন টুইট

টানা দু'বার এই কেন্দ্র থেকে জিতেছিলেন বিজেপির বিক্রম সিং সাইনি। চলতি বছর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে খাতাউলি কেন্দ্রে বিক্রম সাইনি ১৬ হাজারেরও বেশি ভোটে হারিয়েছিলেন এসপি-র সঙ্গে জোট করে লড়া আরএলডি প্রার্থী রাজপাল সিং সাইনি।

 

 



@endif