Atiq Ahmed: আতিক আহমেদকে ভারত রত্ন দেওয়ার দাবি জানিয়ে সাসপেন্ড কংগ্রেস নেতা, দেখুন মৃতের কবরে জাতীয় পতাকা দেওয়ার ভিডিয়ো
উত্তরপ্রদেশে কিছুদিন আগে হয়ে যাওয়া পৌরসভা নির্বাচনে কংগ্রেসের হয়ে প্রার্থী হয়েছিলেন রাজকুমার। কিন্তু, জিততে পারেননি। কিন্তু, আজকে আতিক আহমেদের কবরস্থানে গিয়ে তাঁর এই কর্মকাণ্ডের ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে পোস্ট হতেই ভাইরাল হয়েছে।
প্রয়াগরাজ: উত্তরপ্রদেশে (Uttar Pradesh) গ্যাংস্টার থেকে রাজনৈতিক নেতায় পরিণত হওয়া আতিক আহমেদ (gangster-politician Atiq Ahmed) ও তাঁর ভাইকে পুলিশি ঘেরাটোপের মধ্যে খুন করে জেলবন্দি রয়েছে তিন শুটার। এর মাঝেই উত্তরপ্রদেশের প্রাক্তন সাংসদকে ভারত রত্ন পুরস্কার (Bharat Ratna award) দিতে হবে বলে দাবি জানিয়ে তাঁর কবরে জাতীয় পতাকা (National flag) দিয়ে প্রার্থনা করতে দেখা গেল উত্তরপ্রদেশের প্রয়াগরাজের (Prayagraj) এক কংগ্রেস নেতা রাজকুমার সিং (Congress leader Rajkumar Singh) -কে।
দেখুন ভিডিয়ো:
উত্তরপ্রদেশে কিছুদিন আগে হয়ে যাওয়া পৌরসভা নির্বাচনে (Uttar Pradesh Municipal Election 2023) কংগ্রেসের হয়ে প্রার্থী হয়েছিলেন রাজকুমার। কিন্তু, জিততে পারেননি। কিন্তু, আজকে আতিক আহমেদের কবরস্থানে গিয়ে তাঁর এই কর্মকাণ্ডের ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে পোস্ট হতেই ভাইরাল হয়েছে।
ভিডিয়োটিতে আতিকের কবরে জাতীয় পতাকা শুইয়ে সেখানে নামাজ ও স্যালুট করতে দেখা যাচ্ছে রাজকুমারকে। আতিক আহমেদের খুনের জন্য উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথেরও পদত্যাগ দাবি করেন তিনি।
এদিকে এই ভিডিয়োটি নিয়ে বিতর্ক শুরু হতেই কংগ্রেসের প্রয়াগরাজের সভাপতি প্রদীপ কুমার মিশ্র রাজকুমার সিং-কে ৬ বছরের জন্য দল থেকে সাসপেন্ড (suspend) করার কথা ঘোষণা করেন। এপ্রসঙ্গে তিনি বলেন,"রাজকুমার সিংয়ের মন্তব্যের কথা জানতে পারার পরেই দল থেকে তাঁকে ৬ বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে।"
এর পিছনে বিজেপির হাত রয়েছে এই অভিযোগ জানিয়ে তিনি আরও বলেন, "এই ধরনের মন্তব্য যারা করে আমরা তাদের পুরোপুরি বিরোধী। তবে আমরা জানতে পেরেছি তাঁর মানসিক ভারসাম্য ঠিক নেই। পাশাপাশি আমাদের একথাও মনে হচ্ছে যে তিনি বিজেপির নির্দেশেই ওখানে গেছেন আর বিজেপির (BJP) কথা শুনেই ওই মন্তব্য করেছেন।"