Lucknow: জীবনবীমার টাকার জন্য স্ত্রীকে খুন স্বামীর, ১৭ মাস পর গ্রেফতার ৩ অভিযুক্ত

লখনউয়ের কাঞ্চনপুর মাটিয়ারির বাসিন্দা ৩২ বছর বয়সী অভিষেক শুক্লা ২৮ বছরের পুজা যাদবকে ২০২২ সালে বিয়ে করেছিল।এটি ছিল অভিষেক শুক্লার দ্বিতীয় বিয়ে।

প্রতীকী ছবি (Photo Credit: IANS)

নয়াদিল্লিঃ জীবনবীমার(Life Insurance) টাকার জন্য স্ত্রীকে খুন স্বামীর। অবশেষে ১৭ মাস পর গ্রেফতার(Arrest) তিনজন। পলাতক স্বামী। জানা গিয়েছে, লখনউয়ের কাঞ্চনপুর মাটিয়ারির বাসিন্দা ৩২ বছর বয়সী অভিষেক শুক্লা ২৮ বছরের পুজা যাদবকে ২০২২ সালে বিয়ে করেছিল।এটি ছিল অভিষেক শুক্লার দ্বিতীয় বিয়ে। প্রথম স্ত্রী জীবিত থাকাকালীন জীবনবীমার টাকা হাতিয়ে নেওয়ার জন্য তিনি দ্বিতীয়বার বিয়ে করেছিলেন। বিয়ের এক বছরের মধ্যে অভিষেক ১০ লাখ টাকা ঋণ নেয়। স্ত্রীর নামে কিস্তিতে ছয়টি গাড়ি কেনে। এর মধ্যে চারটি গাড়ি ও দুটি বাইক রয়েছে। স্ত্রী পুজার নামে ৫০ লক্ষ টাকা জীবনবীমাও করে সে। এরপরই শুরু হয় পুজাকে হত্যার ষড়যন্ত্র। শ্বশুরের সঙ্গে ওষুধ কিনে ফেরার সময় গাড়ির ধাক্কায় পুজার মৃত্যু হয় বলে জানিয়েছিল অভিযুক্ত স্বামী। কিন্তু জীবনবীমার টাকা আদায়ের সময় তাদের আচরণে সংশ্লিষ্ট সংস্থার সন্দেহ হয়। তারা পুলিশকে সবটা জানালে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে নেমে জানা যায় এটি একটি সাজানো ঘটনা। জীবনবীমার টাকা পাওয়ার জন্য তাঁকে মেরে ফেলা হয়েছে।

জীবনবীমার টাকার জন্য স্ত্রীকে খুন স্বামীর