Uttar Pradesh: পরপর ৮ জনকে মেরে অবশেষে বন্দি, খুনি নেকড়ে ধরতে 'অপারেশন ভেড়িয়া' বাহরিচে, দেখুন ভিডিয়ো
নেকড়ে ধরতে বন দফতরের যে প্রক্রিয়া, তা নিজে পর্যবেক্ষণ করে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এমনকী, নেকড়ে ধরতে পরপর ১৬টি দলকেও কাজে লাগানো হয়।
দিল্লি, ২৯ অগাস্ট: উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বাহরিচের মেহসি তহশিলে নেকড়ের হামলার আতঙ্ক ছড়িয়েছে। উত্তরপ্রদেশের বাহরিচে (Bahraich) একের পর এক শিশুর মৃত্যু হয় নেকড়ের হামলার জেরে। বাহরিচে যে ৭ শিশুর মৃত্যু হয়, এবার সেই নেকড়েকে (Wolf) পাকড়াও করা হল। ৭ শিশুর পাশাপাশি এক ব্যক্তিকেও কার্যত খুন করেছে এই নেকড়ের একটি দল। উত্তরপ্রদেশের বন দফতরের তরফে অবশেষে সেই নেকড়েকে পাকড়াও করা হয়েছে। নেকড়ে পাকড়াও করে তাকে চিড়িয়াখানায় রাখা হবে বলে খবর। বন দফতরের তরফে 'অপারেশন ভেড়িয়া' শুরু করা হয়। অপারেশন ভেড়িয়া-য় বাজি পুড়িয়ে নেকড়েগুলির পথ পরিবর্তন করে বন দফতর। তার জেরে শেষ পর্যন্ত নেকড়ে ধরতে পারেন বন দফতরের কর্মীরা।
নেকড়ে ধরে খাঁচায় ভরেন বন দফতরের কর্মীরা। দেখুন সেই ভিডিয়ো...
নেকড়ে ধরতে বন দফতরের যে প্রক্রিয়া, তা নিজে পর্যবেক্ষণ করে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এমনকী, নেকড়ে ধরতে পরপর ১৬টি দলকেও কাজে লাগানো হয়। সেই সঙ্গে ড্রোন ক্যামেরা লাগিয়ে, তা দিয়ে নেকড়ের গতিপথের মানচিত্র আঁকা হয়। পাশাপাশি হাতি মল, মূত্র কাজে লাগিয়ে নেকড়ের গতিপথ পরিবর্তনের চেষ্টা করেন বন দফতরের কর্মীরা।