Uttar Pradesh: স্ত্রীর ডাকে বিদ্যুতের টাওয়ার থেকে নামলেন স্বামী, দাম্পত্য প্রেমের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা (দেখুন ভিডিও)

স্ত্রী বাপের বাড়ি থেকে ফিরতে রাজি নন। অনেক অনুরোধ উপরোধে কাজ না হওয়ায় বিদ্যুতের টাওয়ারে চড়ে বসলেন স্বামী।

Vieo Screen Grab

লখিমপুর খেরি,  ২৩ সেপ্টেম্বর: স্ত্রী বাপের বাড়ি থেকে ফিরতে রাজি নন। অনেক অনুরোধ উপরোধে কাজ না হওয়ায় বিদ্যুতের টাওয়ারে চড়ে বসলেন স্বামী। শত চেষ্টাতেও পুলিশকর্মীরা তাঁকে নামিয়ে আনতে পারছেন না। বার বার জিজ্ঞাসা করায় প্রকৃত কারণ জানা গেল। আর তা শুনেই পুলিশ প্রতিশ্রুতি দেয় যে, ওই ব্যক্তি যদি নেমে আসেন টাওয়ার থেকে, তবে তাঁর ইচ্ছে পূরণ করা হবে। এর কিছুক্ষণের মধ্যেই মাইকে স্ত্রীর গলার আওয়াজ পেয়ে নেমে আসেন যুবক।  ঘটনাটি ঘটেছে  উত্তর প্রদেশের লখিমপুর খেরিতে (Lakhimpur Kheri)   আরও পড়ুন-16-Foot Crocodile Attacks Zookeeper During Live Show: লাইভ শো চলাকালীন চিড়িয়াখানা কর্মীর উরুতে চড়ে বসল ১৬ ফুটের কুমীর! দেখুন ভিডিও

দেখুন ভিডিও

প্রশাসন ও স্ত্রী অনুরোধে অবশেষ টাওয়ার থেকে নেমে আসেন দেশরাজ। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই ইন্টারনেটে ভাইরাল। নেটিজেনরা অনেকেই ধর্মেন্দ্র অমিতাভ বচ্চন অভিনীত "শোলে" ছবির কথা মনে করছেন।



@endif