Uttar Pradesh: জিলিপি না খাওয়ালে এফআইআর হবে না, পুলিসশের এমন শর্তে হতবাক যুবক, ভাইরাল ভিডিয়ো
পুলিশ তাঁর প্রস্তাবে অনড়। শেষে বাধ্য হয়ে ১ কেজি জিলিপি কিনে আনতে বাধ্য হন ওই যুবক। এরপরই অভিযোগ দায়ের করে পুলিশ।
নয়াদিল্লিঃ পুলিশের(Police) বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ নতুন নয়। তবে ঘুষ হিসেবে জিলিপি(Jalebi) নিতে শুনেছেন কখনও? হ্যাঁ এমনই এক অবাক করা ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের(Uttar Pradesh) কনৌজে(kannauj)। জানা গিয়েছে, শনিবার মোবাইল(Mobile) ফোন হারিয়ে যাওয়ায় বাহাদুরগড় থানায় অভিযোগ দায়ের করতে যান হাজিপুরের এক বাসিন্দা। থানায় গিয়ে তিনি জানান, বাড়ি থেকে ওষুধ কিনতে বেরিয়ে তাঁর ফোনটি খোয়া গিয়েছে। সবটা শুনে এক পুলিশ আধিকারিক বালুশাহি বা জিলিপি আনতে বলেন। সাফ জানান আগে ১ কেজি মিষ্টি নিয়ে না আসলে এফআইআর দায়ের হবে না।ক পুলিশের মুখে এমন কথা শুনে অবাক হন ওই ব্যাক্তি। তবে পুলিশ তাঁর প্রস্তাবে অনড়। শেষে বাধ্য হয়ে ১ কেজি জিলিপি কিনে আনতে বাধ্য হন ওই যুবক। এরপরই অভিযোগ দায়ের করে পুলিশ। পরবর্তীতে সংবাদমাধ্যমের কাছে গোটা ঘটনাটি খুলে বলেন ওই যুবক। তাঁর এই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে। পুলিশের এই কাণ্ড দেখে ভাইরাল ভিডিয়োর নীচে অনেকেই নানা নেতিবাচক মন্তব্য করছেন।
শুনুন কী বলছেন ওই ব্যাক্তি