Uttar Pradesh: প্রশিক্ষণের সময় বিস্ফোরণ, উত্তরপ্রদেশে মৃত বাঙালি-সহ ২ সেনা জওয়ান

প্রশিক্ষণের সময় টি-৯০ ট্যাঙ্ক ব্যারেল (Tank Barrel) বিস্ফোরণের ফলে প্রাণ হারালেন দুই ভারতীয় সেনা জওয়ান (Army personnel)। মারাত্মক জখম হয়েছেন আরও একজন। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বাবিনায় অবস্থিত ভারতীয় সেনাবাহিনীর ফায়ারিং রেঞ্জে।

Blast (Photo Credits: Pixabay)

বাবিনা (উত্তরপ্রদেশ): প্রশিক্ষণের সময় টি-৯০ ট্যাঙ্ক ব্যারেল (Tank Barrel) বিস্ফোরণের (burst) ফলে প্রাণ হারালেন দুই ভারতীয় সেনা জওয়ান (Army personnel)। মারাত্মক জখম হয়েছেন আরও একজন। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বাবিনায় (Babina) অবস্থিত ভারতীয় সেনাবাহিনীর ফায়ারিং রেঞ্জে। মৃতদের মধ্যে একজন পশ্চিমবঙ্গের বাসিন্দা। তাঁর নাম সুকান্ত মণ্ডল। অন্যজন সমর সিং-এর বাড়ি রাজস্থানের বাগারিয়ায়।

শুক্রবার ভারতীয় সেনার তরফে জানানো হয়, অন্যদিনের মতো বৃহস্পতিবারও বাবিনার ফায়ারিং রেঞ্জে (Field Firing Ranges) প্রশিক্ষণ করছিলেন ভারতীয় সেনা জওয়ানরা। আচমকা একটি ট্যাঙ্ক ব্যারেল প্রচণ্ড শব্দ করে ফেটে যায়। এর ফলে গুরুতর জখম হন ওই ট্যাঙ্কে থাকা তিন জওয়ান। সঙ্গে সঙ্গে তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু, ট্যাঙ্কের চালক উত্তরপ্রদেশের খলিলাবাদের বাসিন্দা প্রদীপ সিং যাদব প্রাণে বাঁচলেও মৃত্যু হয় সুকান্ত মণ্ডল ও সমর সিং-এর। যদিও প্রদীপ সিং অবস্থা এখনও আশঙ্কাজনক।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিস্ফোরণের তীব্রতায় ওই এলাকার সাধারণ মানুষেরা নিজেদের বাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। বিস্ফোরণে জখম জওয়ানদের মুখ এতটাই ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল যে শনাক্ত করতেই সমস্যা হচ্ছিল। এই ঘটনার খবর পেয়ে সেনার উচ্চপদস্থ আধিকারিকরাও ঘটনাস্থলে এসে পরিস্থিতি খতিয়ে দেখেন। ইতিমধ্যে একটি কমিটি তৈরি করে এই দুর্ঘটনা কেন ঘটল তা তদন্ত করে দেখা হচ্ছে।