Uttar Pradesh: প্রতিবেশীর হেনস্থা, চরম সিদ্ধান্ত কিশোরীর
রিপোর্টে প্রকাশ, আত্মহত্যার চেষ্টার পরপরই ওই কিশোরীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসার মাঝেই মৃত্যু হয় তাঁর। পুলিশ সূত্রে খবর, চলতি সপ্তাহের প্রথম দিকে বছর ২৬-এর সলমন ওই কিশোরীকে হেনস্থা করে বলে অভিযোগ।
দিল্লি, ৭ এপ্রিল: প্রতিবেশীর হেনস্থার জেরে বিষ পান করে আত্মহত্যা করল এক কিশোরী। এমনই এক চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বরাবাঁকি। বরাবাঁকিতে ওই ঘটনার জেরে পুলিশ সলমন নামে এক যুবককে গ্রেফতার করেছে। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বেশ কয়েকটি ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে।
রিপোর্টে প্রকাশ, আত্মহত্যার চেষ্টার পরপরই ওই কিশোরীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসার মাঝেই মৃত্যু হয় তাঁর। পুলিশ সূত্রে খবর, চলতি সপ্তাহের প্রথম দিকে বছর ২৬-এর সলমন ওই কিশোরীকে হেনস্থা করে বলে অভিযোগ। সলমনের সঙ্গে রাস্তায় দেখা হওয়ার পরই সে প্রতিবেশী কিশোরীকে হেনস্থা করে বলে মৃতের বাবার অভিযোগ।