Uttar Pradesh Shocker: নিরাপত্তা নেই ঘরেও? বন্ধুকে দিয়ে স্ত্রীর ধর্ষণ করাল স্বামী, টাকা না দিলে অনলাইনে ভিডিয়ো আপলোডের হুমকি
রিপোর্টে প্রকাশ, অভিযোগকারিনী জানান, প্রত্যেক মাসে ২-৩ দিন করে বাড়িতে আসে তাঁর স্বামী। এবার সেপ্টেম্বরে যখন তিনি বাড়িতে আসে, সেই সময় বন্ধুকে সঙ্গে নিয়ে ঘরে ঢোকে। বাইরে থেকে খাবার নিয়ে গিয়ে তারা খায়।
দিল্লি, ২১ নভেম্বর: বন্ধুকে দিয়ে স্ত্রীর ধর্ষণ (Rape)। তারপর অশ্লীল ভিডিয়ো তৈরি করে তা অনলাইনে ছেড়ে দেওয়া হবে বলে হুমকি দেয় স্বামী। অনলাইনে ভিডিয়ো (Video) আপলোড বন্ধ করতে স্ত্রীকে ২ লক্ষ টাকা দিতে হবে। না হলেই মান সম্মান যাবে খোঁয়া। এবার স্ত্রীকে এভবেই ভয় দেখাল উত্তরপ্রদেশের (Uttar Pradesh) আগ্রার (Agra) বাসিন্দা। তবে ভয় পাননি স্ত্রী। গোটা ঘটনা জানার পর ভিডিয়ো দেখে তিনি পুলিশের দ্বারস্থ হন। বর্তমানে পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।
রিপোর্টে প্রকাশ, অভিযোগকারিনী জানান, প্রত্যেক মাসে ২-৩ দিন করে বাড়িতে আসে তাঁর স্বামী। এবার সেপ্টেম্বরে যখন তিনি বাড়িতে আসে, সেই সময় বন্ধুকে সঙ্গে নিয়ে ঘরে ঢোকে। বাইরে থেকে খাবার নিয়ে গিয়ে তারা খায়। খাবারে নেশাজাত দ্রব্য মেশানো থাকায়, ঘুমের মধ্য ওই মহিলা কিছু টের পাননি। এরপর বন্ধুকে দিয়ে স্ত্রীর উপর অত্যাচার করিয়ে সেই ভিডিয়ো তৈরি করে স্বামী। ২ লক্ষ টাকা দিলে তবেই ওই মহিলার স্বামী আর ভিডিয়ো অনলাইনে আপলোড করবে না বলে জানায়।
যে ঘটনা জানার পরই ওই মহিলা পুলিশের দ্বারস্থ হন। অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই মহিলার স্বামী এবং তার বন্ধুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে।