Uttar Pradesh Shocker: চা চাওয়ায় স্বামীর চোখ কাইঁচি দিয়ে ক্ষতবিক্ষত করে দিল স্ত্রী
সম্প্রতি অঙ্কিত চা চাইলে, তাঁর স্ত্রী ছুটে এসে কাঁইচি চালিয়ে দেয় স্বামীর চোখে। চিৎকার শুনে পাশের ঘর থেকে অঙ্কিতের দিদি এবং বাচ্চারা ছুটে আসে। অবস্থা বেগতিক দেখে রক্তাক্ত অবস্থায় অঙ্কিতকে ফেলে রেখে তাঁর স্ত্রী বাড়ি থেকে পালিয়ে যায়। এরপর পুলিশের দ্বারস্থ হয় অঙ্কিতের পরিবার।
দিল্লি, ২৮ সেপ্টেম্বর: চা (Tea) চাওয়ায় স্বামীর কাঁইচি দিয়ে স্বামীর চোখ ক্ষতবিক্ষত করে দিল স্ত্রী। শুধু তাই নয়, জখম করার পর রক্তাক্ত অবস্থায় স্বামীকে পেলে রেখে পালিয়ে যায়। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বাগপাতে এমনই একটি ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায়। রিপোর্টে প্রকাশ, বাগপাতের বাসিন্দা অঙ্কিত ৩ বছর আগে বিয়ে করেন। বিয়ের পর সাংসারিক বিষয় নিয়ে প্রায়ই অঙ্কিতের সঙ্গে তাঁর স্ত্রীর ঝগড়া, বাকবিতণ্ডা লেগে থাকত।
সম্প্রতি অঙ্কিত চা চাইলে, তাঁর স্ত্রী (Wife) ছুটে এসে কাঁইচি চালিয়ে দেয় স্বামীর চোখে। চিৎকার শুনে পাশের ঘর থেকে অঙ্কিতের দিদি এবং বাচ্চারা ছুটে আসে। অবস্থা বেগতিক দেখে রক্তাক্ত অবস্থায় অঙ্কিতকে ফেলে রেখে তাঁর স্ত্রী বাড়ি থেকে পালিয়ে যায়। এরপর পুলিশের দ্বারস্থ হয় অঙ্কিতের পরিবার।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছনোর আগেই অঙ্কিতের স্ত্রী বাড়ি থেকে চম্পট দেয়। গুরুতর আহত অবস্থায় অঙ্কিতকে চিকিৎসার জন্য মীরাটে পাঠানো হয়েছে। পাশাপাশি অঙ্কিতের স্ত্রীর খোঁজে জোর তল্লাশি শুরু করেছে পুলিশ।