Uttar Pradesh Shocker: দলিত কিশোরীকে গণধর্ষণ, ১০০ টাকার লোভ দেখিয়ে চলল ২ সপ্তাহ ধরে শোষণ

বিষয়টি সামনে আসে গত ৫ অক্টোবর। যখন বুলন্দশহর জেলার বাসিন্দা ওই কিশোরীর মায়ের চোখে পড়ে মেয়ের ব্যাগে টাকা রয়েছে। একাধিকবার জিজ্ঞাসা করার পর ওই কিশোরী জানায়, উচ্চবর্ণের দুই যুবক তাঁকে টাকা দেওয়ার নাম করে প্রথমে নিজেদের বাড়িতে তাকে নিয়ে যায়।

Representative Image (Photo Credit: Twitter)

দিল্লি, ৯ অক্টোবর: ফের ভয়াবহ গণধর্ষণের (Gang Rape) খবর এল উত্তরপ্রদেশ (Uttar Pradesh) থেকে। এবার উত্তরপ্রদেশের বুলন্দশহরে (Bulandshahr) দলিত (Dalit) সম্প্রদায়ের এক কিশোরীকে গণ-ধর্ষণ করা হয় বলে অভিযোগ ওঠে। যে খবর প্রকাশ্যে আসতেই তা নিয়ে ছড়ায় চাঞ্চল্য। রিপোর্টে প্রকাশ, ১০০ টাকা দেওয়ার নাম করে ১৪ বছরের এক কিশোরীকে তুলে নিয়ে যাওয়া হয়। এরপর ২ সপ্তাহ ধরে ওই কিশোরীর উপর গণধর্ষণ চালানো হয় বলে খবর।

বিষয়টি সামনে আসে গত ৫ অক্টোবর। যখন বুলন্দশহর জেলার বাসিন্দা ওই কিশোরীর মায়ের চোখে পড়ে মেয়ের ব্যাগে টাকা রয়েছে। একাধিকবার জিজ্ঞাসা করার পর ওই কিশোরী জানায়, উচ্চবর্ণের দুই যুবক তাঁকে টাকা দেওয়ার নাম করে প্রথমে নিজেদের বাড়িতে তাকে নিয়ে যায়। সেখান তার যৌন হেনস্থা করে তারা। এরপর বার বার টাকা দিয়ে তার উপর শোষণ চালানো হয়। টাকা দিয়ে তাকে মুখ বন্ধ করে রাখার নির্দেশ দেয় উচ্চবর্ণের ওই দুই যুবক। সেই থেকে শোষিত হতেও ওই কিশোরী চুপ করেছিল বলে মায়ের কাছে জানায়।

ঘটনা জানার পরপরই ওই কিশোরীর মা পুলিশের দ্বারস্থ হন। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বেশ কয়েকটি ধারায় দায়ের করা হয় অভিযোগ। সেই সঙ্গে য়ুক্ত করা হয় পক্সো ধারা।



@endif