ATM robbery in UP: ফের ডাকাতি, উত্তরপ্রদেশের কৌশাম্বীতে এটিএম ভেঙে ১২ লক্ষ টাকা নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা

ফের এটিএম ডাকাতি, এবার ঘটনাস্থল উত্তরপ্রদেশের কৌশাম্বী। একটি এটিএম ভেঙে এবার ১২ লক্ষ টাকা নিয়ে চম্পট দিল ডাকাতের দল। রবিবার চাঞ্চল্যকল ঘটনাটি ঘটেছে কৌশাম্বীর সাইনি এলাকার গুলিপুর গ্রামে। সেখানেই রয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাংক, সেই ব্যাংক অফ বরোদার (Bank of Baroda) এটিএম-এ ডাকাতির ঘটনাটি ঘটেছে। পরে ঘটনাস্থল থেকে তিন কিলোমিটার দূরে ভাঙা এটিএমটি পুলিশের নজরে আসলে ডাকাতির বিষয়টি জানাজানি হয়ে যায়। এদিকে এটএম ডাকাতির খবর পেয়েই স্থানীয় ব্যাংক অফ বরোদার ম্যানেজার অরবিন্দ কুনওয়ার (Arvind Kunwar) ডাকাতির অভিযোগ দায়ের করেছেন।

এটিএম-এর প্রতীকী ছবি(File Photo)

কৌশাম্বী, ২৮ অক্টোবরফের এটিএম ডাকাতি, এবার ঘটনাস্থল উত্তরপ্রদেশের কৌশাম্বী। একটি এটিএম ভেঙে এবার ১২ লক্ষ টাকা নিয়ে চম্পট দিল ডাকাতের দল। রবিবার চাঞ্চল্যকল ঘটনাটি ঘটেছে কৌশাম্বীর সাইনি এলাকার গুলিপুর গ্রামে। সেখানেই রয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাংক, সেই ব্যাংক অফ বরোদার (Bank of Baroda)  এটিএম-এ ডাকাতির ঘটনাটি ঘটেছে। পরে ঘটনাস্থল থেকে তিন কিলোমিটার দূরে ভাঙা এটিএমটি পুলিশের নজরে আসলে ডাকাতির বিষয়টি জানাজানি হয়ে যায়। এদিকে এটএম ডাকাতির খবর পেয়েই স্থানীয় ব্যাংক অফ বরোদার ম্যানেজার অরবিন্দ কুনওয়ার (Arvind Kunwar) ডাকাতির অভিযোগ দায়ের করেছেন। সাইনির পুলিশ সুপার প্রদীপ গুপ্ত (Pradeep Gupta)  জানান, এই ডাকাতির কিনারা করতে কমিটি গঠন করে তদন্ত শুরু হয়েছে। আরও পড়ুন-Shiv Sena Slams Modi Govt:আদিত্য ঠাকরে মুখ্যমন্ত্রী হোন এটাই চাইছে মহারাষ্ট্র, ক্ষমতার রাশের মালিকানা নিয়ে বিজেপি শিবসেনার জোর লড়াই

এতবড় মাপের একটি ডাকাতির ঘটনা ঘটলেও প্রথমটায় কারোরই নজরে আসেনি। ডাকাতরা যে রীতিমতো রেইকি করে কুকর্মটি করেছে তা স্পষ্ট। কেননা ডাকাতির সময় ওই এটিএম-এ ১২ লক্ষ টাকা ছিল। এমনিতেই গ্রামের রাস্তায় সারাদিন কোনও কোনও পথচারী চলাফেরা করে বেড়ায়। এই ফাঁকে কীকরে এতবড় ডাকাতি ঘটল তা পুলিশের মাথাতেই আসছে না। স্থানীয় কেউ এই ডাকাতির সঙ্গে জড়িত কি না তা জানতে জেরাপর্ব শুরু হয়েছে। চাকাতদের চিহ্নিত করতে লাগোয়া রাস্তার সঙ্গে যুক্ত রাজ্য সড়কের গুরুত্বপূর্ণ মোড়ের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার চেষ্টা চলছে।