IPL Auction 2025 Live

Uttar Pradesh: রাম মন্দিরের বাইরে পাহারারত অবস্থায় গুলি? নিহত জওয়ান, জানাল পুলিশ

পুলিশ সূত্রে খবর, শত্রুঘ্ন বিশ্বকর্মা নামে বছর ২৫-এর ওই কর্তব্যরত জওয়ান রাম মন্দির থেকে ১৫০ মিটার দূরে পাহারায় ছিলেন। বুধবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ কর্তব্যরত অবস্থায় ওই জওয়ানের গায়ে গুলি লাগে।

Ram Temple (Photo Credit: IANS/Twitter)

লখনউ, ১৯ জুন: উত্তরপ্রদেশে (Uttar Pradesh) রাম মন্দিরের (Ram Temple) বাইরে পাহারায় ছিলেন। মন্দিরের বাইরে পাহারারত অবস্থায় গুলি লেগে মৃত্যু হয় স্পেশাল সিকিউরিটি ফোর্সের এক জওয়ানের। ঘটনার পরপরই উত্তরপ্রদেশ পুলিশের তরফে বছর ২৫-এর ওই জওয়ানের মৃত্যুর খবর প্রকাশ করা হয়। পুলিশ সূত্রে খবর, শত্রুঘ্ন বিশ্বকর্মা নামে বছর ২৫-এর ওই কর্তব্যরত জওয়ান রাম মন্দির থেকে ১৫০ মিটার দূরে পাহারায় ছিলেন। বুধবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ কর্তব্যরত অবস্থায় ওই জওয়ানের গায়ে গুলি লাগে। কে, কীভাবে ওই যুবককে গুলি করল, সে বিষয়ে স্পষ্টভাবে কোনও খবর মেলেনি।

শত্রুঘ্নর ২ সহকর্মী জানান, ভোরে তাঁরা মোবাইলে ভিডিয়ো দেখছিলেন। সই সময় গুলির শব্দ শুনে তাঁর শত্রুঘ্নর কাছে যান। শ্তরুঘ্নর কাছে গিয়ে তাঁকে মৃত অবস্থায় উদ্ধার করেন সহকর্মীরা। সঙ্গে সঙ্গে শ্তরুঘ্ন বিশ্বকর্মা নামে ওই যুবককে হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।