Monkey Attack: ঘুমন্ত অবস্থায় হনুমানের আক্রমণ, ছাদ থেকে পড়ে মৃত কৃষক
নিজের বাড়ির ছাদের উপর শুয়ে ঘুমোচ্ছিলেন এক কৃষক। আচমকা সেখানে চড়াও হয় একদল হনুমান। এর জেরে ছাদ থেকে পড়ে মৃত্যু হল তাঁর। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বারেলিতে।
বারেলি: নিজের বাড়ির ছাদের উপর শুয়ে ঘুমোচ্ছিলেন এক কৃষক (Farmer)। আচমকা সেখানে চড়াও হয় একদল হনুমান Monkeys)। এর জেরে ছাদ (terrace) থেকে পড়ে মৃত্যু (death) হল তাঁর। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বারেলিতে (Bareilly)। মৃতের নাম মুকেশ কুমার (৪০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি নিজের বাড়ির ছাদে শুয়ে ঘুমোচ্ছিলেন মুকেশ। আচমকা সেসময় সেখানে চড়াও হয় একদল হনুমান। ঘুম থেকে উঠেই এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হয়ে হকচকিয়ে যান মুকেশ। পরে রুখে দাঁড়াতে গেলে হনুমানগুলো তাঁকে আক্রমণ (attack) করে। এর জেরে ভারসাম্য (balance) হারিয়ে বাড়ির ছাদ থেকে পড়ে যান মুকেশ। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে এসে ভর্তি করা হয় বারেলি শহরের একটি নার্সিংহোমে। তারপর থেকে চিকিৎসা চলছিল। কিন্তু, বৃহস্পতিবার সমস্ত লড়াইয়ের অবসান ঘটিয়ে মৃত্যু হয় মুকেশের।
পুলিশ ও বন দফতর সূত্রে জানানো হয়েছে, কিছুদিন ধরেই জেলার বিভিন্ন জায়গায় হনুমানের আক্রমণের ঘটনা ঘটছে। মুকেশ নামে ওই কৃষক ছাদ থেকে পড়ে গিয়ে গুরুতর জখম হয়েছিলেন। তাঁর মাথায় চোট লাগার পাশাপাশি পা ভেঙে গেছিল। বৃহস্পতিবার তিনি মারা যান। সত্যিই ওই কৃষক হনুমানের আক্রমণে ছাদ থেকে পড়ে গেছিলেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের কাছেও হনুমান দেখলে অতিরিক্ত আতঙ্কিত না হওয়ার অনুরোধ জানানো হয়েছে।